আইপিএলের(IPL 2024) ইতিহাসে রেকর্ড এমন ধরনের রেকর্ড আইপিএল এর বিগত ইতিহাসগুলিতে হয়নি।
আইপিএলের(IPL 2024) ইতিহাসে রেকর্ড আইপিএল এর বিগত ইতিহাসগুলিতে এই ধরনের ব্যাটিং আগে দেখা যায়নি
মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে এই চমকপ্রদ ম্যাচ এবং ২ শততম রান স্মরণীয় হয়ে থাকবে । হায়দ্রাবাদ নিজামের শহর সেখানেই পরাজিত হলো মুম্বাই ইন্ডিয়ান্স ।
প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তুলেছিল ২৭৭/৩, নতুন ইতিহাস গড়ার শুরু সেখান থেকেই আইপিএলের ইতিহাসে রেকর্ড দলগত সর্বোচ্চ স্কোর
আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩/৫ সেই স্কোর তোলে আরসিবি সেটা ২০১৩ সালে।সেই রেকর্ড চূর্ণ করলো হায়দ্রাবাদের ব্যাটিং লাইনআপ।
রানের পাহাড় তারা করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স একের পর এক ব্যাটসম্যান রানের নজির স্থাপন করলো।
ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন ও এইডেন মারক্রাম প্রথমার্ধে দুর্ধর্ষ ছিলো ,দ্বিতীয়ার্ধে
তিলক বর্মা ও টিম ডেভিডের ব্যাটের শাসন।এমনি পর্যায় মনে হচ্ছিলো ম্যাচের বাঁধন হালকা হয়ে গেছে সানরাইজার হায়দ্রাবাদের ।কিন্তু রান গিয়ে দাঁড়ায় ২৪৬/৫ স মুম্বই ইন্ডিয়ান্সের।
দুই ইনিংস মিলিয়ে পাঁচশো রান রীতিমতো রেকর্ড আইপিএলে ।ম্যাচ ঘুরে যায় সানরাইজার হায়দ্রাবাদের দিকে ।১৫ ও ১৬তম ওভারে মাত্র ৩ ও ৫ রান দেন প্যাট কামিন্স ও জয়দেব উনাদকাট।
ট্র্যাভিস হেড মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন রেকর্ড, ভাঙার খেলা তিনি ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দেন । ওয়ার্নার দুই বার কুড়ি বলে হাফ সেঞ্চুরি করেছিলেন সানরাইজার হায়দ্রাবাদের দলে থাকার সময়।
সেই রেকর্ড ভাঙতে সচেষ্ট হয় ম্যাচের মধ্যে অভিষেক শর্মা। হাফ সেঞ্চুরি করেন ষোলো বলে।
ট্রভিশ করেন ২৪ বলে ৬২ রান, অভিষেক ২৩ বলে ৬৩ রান করে।
২৮ বলে ৪২ রান করে অপরাজিত ছিলেন এইডেন মারক্রাম ।সম্পূর্ণ ম্যাচে আটত্রিশ টি ছক্কা তাও রেকর্ড ।
মুম্বাই ইন্ডিয়ান্স এদিন জবাবে ব্যাট করতে নেমে তাদের ইনিংস শেষ করে জবাবে ব্যাট করতে নেমে ২৪৬/৫ স্কোরে।সম্পুর্ন উত্তেজনাপূর্ণ ম্যাচ এই Sunrisers Hyderabad vs Mumbai Indians, সাথে IPL 2024 এর ইতিহাসে রেকর্ড সৃষ্টি করলো।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news