ব্রেকিং নিউজ: মোরবি ব্রিজ ধসে গুজরাট পুলিশ কর্তৃক TMC Spoke Person সাকেত গোখলে গ্রেপ্তার
মোরবি ব্রিজ ধসে গুজরাট পুলিশ কর্তৃক TMC Spoke Person সাকেত গোখলেকে গ্রেপ্তার টুইট ডেরেক ও ব্রায়েনর
করা হয়েছে, দাবি ডেরেক ও ব্রায়েনের
গুজরাটের মোরবি ব্রিজ ধসের ঘটনায় এবার যুক্ত হলো টিএমসির spoke persone সাকেত গোখলের নাম। গুজরাতের সাসপেনশন ব্রিজ Collapse ঘটনায় বিষয়ে একটি টুইট করার জন্য তার জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার গুজরাট পুলিশের।
তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন দাবি করেছেন যে দলের মুখপাত্র সাকেত গোখলেকে গুজরাট পুলিশ গ্রেফতার করেছে,তিনি মোরবি ব্রিজ ধসে টুইট করেছিলেন সেই অভিযোগে।
“টিএমসির জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গুজরাট পুলিশ দ্বারা গ্রেফতার। সাকেত সোমবার ফ্লাইট ধরার জন্য নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন রাত ৯ টায়। রাজস্থান পুলিশ তখন গুজরাট পুলিশকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছিলো রাজস্থানের বিমানবন্দরে Saket কে সেখান থেকে তুলে নিয়েছিল,” ও’ব্রায়েন টুইট করে বলেছেন।
মরবি ব্রিজ ধসে
মরবিতে ঝুলন্ত সেতুটি সংস্কার চলার সময় মরিচা পড়ে এবং ভাঙা নোঙ্গর পিন সঙ্গে বোল্ট গুলি আলগা আলগা হয়ে ব্রিজটি ধ্বসে 130 জনেরও বেশি লোকের মৃত্যু হয় মাচ্ছু নদীতে 30 অক্টোবর ।
এবিষয়ে তদন্তে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (এফএসএল) জানায় নতুন ধাতব মেঝে সেতুর ওজন বৃদ্ধি করে ।
মেরামতকারী ঠিকাদার উভয়ই এই ধরনের মেরামত ও সংস্কার কাজ করার অভিজ্ঞা নয়। ব্রিটিশ আমলের গুজরাতের ঝুলন্ত সেতু পরিচালনাকারী ওরেভা গ্রুপের চারজন সহ পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেছে নয়জনকে ।

Argha Bhattacharyya is the founder, writer, and editor of 12NewsWorld.com.
With a strong passion for journalism and public affairs, Argha focuses on covering local political news