BREAKING NEWS : পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিলে TET 2022 প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে চাঞ্চল্যকর বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দুর

Spread the love

Primary Teacher Recruitment

 চূঁচূড়া: আগামীকাল রাজ্যে টেট পরীক্ষা (TET 2022)। এবারের পরীক্ষা পর্বে যাতে কোনওরকম বিঘ্ন না ঘটে , তা নিশ্চিত করতে তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। 

বিশেষ করে অতীতে যে ধরনের অসছতার অভিযোগগুলি উঠে এসেছে, সেক্ষেত্রে স্বচ্ছ্বতা মেনে টেট পরীক্ষা করানোটাই পর্ষদের কাছে কঠিন চ্যালেঞ্জ। এদিন পর্ষদ সভাপতি গৌতম পালের সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর বক্তব্য পেশ করেন তিনি আশঙ্কা করেছেন, কেউ কেউ পরীক্ষা ব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে পর্ষদ ও প্রশাসনের কাছে এবিষয়ে খবর রয়েছে। 

অপরদিকে, পর্ষদ সভাপতির সেই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক বক্তব্য সাংবাদিকদের কাছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন আরো চাঞ্চল্যকর দাবী করে (Suvendu Adhikari) যে অনেক জায়গা থেকেই নাকি ফোন আসছে, দশ লাখ টাকার ‘কন্ট্রাক্ট’-এর। এ্যাডভান্স পাঁচ লাখ টাকা প্রশ্ন বলে দেওয়ার জন্য। এমনই আশঙ্কার কথা শোনালেন বিরোধী দলনেতা।

এদিন বিজেপি , শনিবার হুগলির চূঁচূড়ায় একটি সভার আয়োজন করেছিল । সেই সভা শেষেই সাংবাদিকদের কাছে এমন বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। গৌতম পালের আশঙ্কার বিষয়ে উত্তরে শুভেন্দু বলেন, “কালকের পরীক্ষা নিয়ে আমি এখনই মন্তব্য করব না। যদি মেধাযুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হয়, যেমন রেল পরীক্ষা নিয়ে থাকে, সেই পরীক্ষার বিরোধিতা আমরা করি না। কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন বহু জায়গা থেকে ফোন আসছে যে টাকার বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হবে। দশ লাখ টাকার কন্ট্রাক্ট। পাঁচ লাখ টাকা অ্যাডভান্স দিলে প্রশ্ন আজকেই বলে দেওয়া হবে। কন্টাক্ট অনুযায়ী পরবর্তীতে 5 লক্ষ টাকা দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *