ভর সন্ধ্যায় রাতের আকাশে রহস্যময় জোরালো আলো দেখা গেল বাংলার আকাশে , কিসের আলো রইলো বিস্তারিত

Spread the love

Mysterious Light West Bengal

 Mysterious Light: রাতের আকাশে জোরালো আলো, সেই আলো চোখে পড়ার পর থেকে রীতিমতো চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। কোথা থেকে আলো এল, তা স্পষ্ট নয়।

কলকাতা : বাংলার আকাশে আলো রহস্য! বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে এমন এক আলো দেখা গিয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই এই আলো চোখে পড়েছে বলে জানা যাচ্ছে।

বিভিন্ন জেলায় মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন,কেউ মনে করেন কোনো শত্রু পক্ষের মিসাইল আবার ভিনগ্রহের প্রাণীর তত্ত্ব ও উঠে আসে গুঞ্জনে ।

আবার উল্কা পিন্ড পৃথিবীর বুকে আঘাত করার কথাও প্রচার হয়।

কেউ কেউ শঙ্খধ্বনি ও করতে থাকেন আতঙ্কে।

তবে এবাপরে নিশ্চিত হওয়া গেছে যে অগ্নিগলোকের যে আলো তার বাস্তব উৎস হলো ওড়িশা ,এদিন Agni IV missile উৎক্ষেপণ চলছিলো ।তারই আলো ছড়িয়ে পড়ে রাতের আকাশে । 

তবে সফল উৎক্ষেপণ হয়েছে মিসাইল টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *