FIFA WC 2022 Qatar Live:
জোড়া গোল এমবাপের, ২-২ করে দিল ফ্রান্সস
France vs Argentina Live: থুরামকে হলুদ কার্ড
প্লে অ্যাক্টিংয়ের জন্য থুরামকে হলুদ কার্ড দেখালেন রেফারি।
18/12/2022 22:16:42
France vs Argentina Live: ফের গোল এমবাপের
৯৭ সেকেন্ডের ভিতরে জোড়া গোল এমবাপের। দুরন্ত শটে হার মানালেন এমিলিয়ানো মার্তিনেজকে। ২-২ করে দিল ফ্রান্স।
আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের ম্যাচে ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।
ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল খেলা খেলছে। পলের শট আটকে দেন লরিস।