কিছুদিন ধরেই তৃণমূল নেতা কর্মীদের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল বিস্তর।বিরোধী রাজনৈতিক দল বিজেপি সমেত সকলে এর বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে।এবার আবাস যোজনা তালিকায় নাম উঠে এলো কোচবিহার বিজেপি সাংসদদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের ।
রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ তুললেন। রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ গতকাল বলেন বিজেপি যেভাবে আবাস যোজনা ঘর নিয়ে রাজনীতি করছে । তাহলে এবার তাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাবার নাম রয়েছে এই তালিকায় ।
যদিও এই অভিযোগ নিয়ে বিজেপির পক্ষ থেকে অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে । তবে এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কোচবিহার জেলার রাজনীতিতে। ঘটনায় এ বিষয়ে জেলাশাসককে মেইল করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পিতা । তার নাম আবাস যোজনার থেকে যাতে কেটে নেওয়া হয় সে কোথাও জানিয়েছেন তিনি।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis