12Newsworld

Let's do with Yourself

Kashmir: বড়ো খবর কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ৩ এলইটি জঙ্গি

  দক্ষিণ কাশ্মীরের (Kashmir) শোপিয়ান (Shopian) জেলায় সেনাবাহিনী ও এলইটি  (LeT terrorists)জঙ্গি সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার জৈনপোরার মুঞ্জ মার্গ এলাকায় ।

 নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের Encounter – এ এখনও পর্যন্ত পুলিস সূত্রে খবর তিন লস্কর-ই-তৈবা (এলইটি) (LeT terrorists) সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের শনাক্ত করার বন্দোবস্ত হচ্ছে বলে জানিয়েছে পুলিস।

                         

Kashmir

এদিন, গোপন সূত্রে খবর পেয়েসেনাবাহিনীর ১আরআর এবং ১৭৮ সিআরপিএফ-এর একটি যৌথ দল মুঞ্জ মার্গে অভিযান চালায়। জিএনএস-এ পৌছানো রিপোর্টে বলা হয়েছে ৮ সিআরপিএফ-এর একটি যৌথ দল মুঞ্জ মার্গে অভিযান চালু করে। বাহিনীর যৌথ দল সন্দেহভাজন স্থানের দিকে অগ্রসর হতে থাকে । জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে সেইসময় গুলি বর্ষন করে। এরপর শুরু হয় সেনা জঙ্গি গুলির লড়াই চালু হয়।

Fireing

প্রসঙ্গত, ইতিমধ্যে চিনহিত হয়েছেন দুই সন্ত্রাসী তারা শোপিয়ানের লতিফ লোন এবং অনন্তনাগের উমর নাজির পুলিস জানিয়েছে, লতিফ লোন তার সঙ্গে কাশ্মীরি পন্ডিত পুরাণ কৃষ্ণ ভাটের হত্যার ঘটনা জড়িত। উমর নাজির সঙ্গে নেপালের তিল বাহাদুর থাপা হত্যার ঘটনা জড়িত ছিল।

পুলিস উদ্ধার করেছে সন্ত্রাসীদের কাছ থেকে ৪৭ রাইফেল ও দুটি পিস্তল । কাশ্মীর জোন পুলিস একটি টুইট বার্তায় উধৃত করে, “নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-এর সঙ্গে জড়িত ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।”

See also  Howrah Amritsar express : হাওড়া অমৃতসর এক্সপ্রেসে বিষ্ফোরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *