কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভর্তি হলেন হসপিটালে। সোমবার, 26 ডিসেম্বর নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভারতীয় অর্থমন্ত্রী  (AIIMS) ভর্তি হয়েছেন, সংবাদ সংস্থা পিটিআই প্রকাশ করে।।

 আরও পড়ুন: ভিডিওকন গ্রুপের চেয়ারম্যান ভেনুগোপাল ধৃতকে ব্যাংক প্রতারণার দায়ে গ্রেফতার  সিবিআই এর কাছে

 সীতারামনকে আজ  দুপুর ১২টায় হাসপাতালে ভর্তি হন।কিন্তু সঠিক কারণ যদিও স্পষ্ট নয় তবুও তার হাসপাতালে ভর্তি হওয়ার কারণ সম্পর্কে জানানো হচ্ছে সংক্রমণের কথা। কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু সংবাদ সংস্থা এএনআই, সূত্রের তরফে জানিয়েছে যে তিনি সামান্য পেটের সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং শীঘ্রই তাকে হাসপাতালে পরিক্ষার পর ছেড়ে দেওয়া হবে।

Nirmala Sitharaman

 23 ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন স্থগিত হওয়ার মাত্র দু’দিন পরে এই ঘটনা  ঘটে।

 (এএনআই এবং পিটিআই থেকে ইনপুট সহ।)

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *