দিল্লি থেকে দেরাদুন যাওয়ার পথে দুর্ঘটনারসম্মুখীন Rishabh Pant এর গাড়ি।
পথেই ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ । দিল্লি-দেরাদুন হাইওয়ে দিয়ে যাওয়ার সময় রুরকির কাছে নারসান বর্ডারে দুর্ঘটনার সম্মুখীন হয় পন্থের গাড়িটি । জানা যাচ্ছে ,দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন পন্থ। তাঁর কপাল এবং পায়ে আঘাত লেগেছে। গাড়িটি পুড়ে সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে গেছে।
বিএমডব্লিউ গাড়িটি নিয়ে নিজেই ড্রাইভ করে যাচ্ছিলেন পন্থ। প্রত্যক্ষদর্শীরা জানান নারসান বর্ডারের কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা মারে আগুন লেগে যায় গাড়িটিতে। আগুন নেভানো হলেও গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন তড়িঘড়ি ১০৮ নম্বরে ডায়াল করে।
রুরকির হাসপাতালে ভর্তি করানো হয়েছে ঋষভকে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত এসে পৌঁছান পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর সিং। বর্তমানে কপালে, পিঠে ও পায়ে গুরুতর আঘাত রয়েছে পন্থ এর। তাকে রুরকির সক্ষম হাসপাতালে থেকে দিল্লির হাসপাতালে রেফার করার ব্যাবস্থা করা হচ্ছে।
বাংলাদেশ সফর শেষে দুবাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিসমাস পার্টি করে দিল্লিতে যাওয়ার জন্য ফিরছিলেন ঋষভ। দেরাদুনে নিজের বাড়ি যাচ্ছিলেন নতুন বছর কাটাবেন, মাকে সারপ্রাইজ দেবেন।
পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া পরিকল্পনাও ছিল। কিন্তু সব পরিকল্পনা বিফলে এই দুর্ঘটনায়। তাঁর দুর্ঘটনার খবরে ক্রিকেট জগতে আলোড়ন সৃষ্টি হয়েছে।
উইকেটকিপার ব্যাটারের দ্রুত সুস্থতা চেয়ে পোস্ট সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের ভিভিএস লক্ষ্মণের টুইট, “ভগবানের কৃপায় ঋষভ এখন স্থিতিশীল। তাড়াতাড়ি সুস্থ হও।”
#risabhpant