নয়াদিল্লি: ডিমোনেটাইজেশন সুপ্রিম কোর্ট সোমবার রায় ঘোষণা করলো নোট বাতিল সিদ্ধান্তের। 1000 এবং 500 টাকার নোট বাতিল করার কেন্দ্র সরকারের 2016 সালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি আবেদনের ব্যাচের উপর ঘোষণা হলো রায়।
সর্বোচ্চ আদালত জানিয়েছে যে আরবিআই আইনের ধারা 26(2) এর আওতায় থাকা ক্ষমতা বলে ডিমোনেটাইজ করা যায় ব্যাঙ্কনোটের পুরো সিরিজকে কিন্তু কোনও নির্দিষ্ট সিরিজ নয়।
লাইভ আইন মোতাবেক, সুপ্রিম কোর্ট মত অনুযায়ী আনুপাতিকতার ভিত্তিতে নোট বাতিল করা যাবে না।
বিচারপতিদের মতে, তারা জানান দেখতে পাওয়া যাচ্ছে তিনটি উদ্দেশ্য সঠিক উদ্দেশ্য এবং বস্তু এবং বস্তু অর্জনের উপায়গুলির একটি যুক্তিসঙ্গত সম্পর্ক ছিল।
একথা জানান বিচারপতি বি আর গভাই লাইভ আইন অনুসারে বিচারপতি বলেন সমানুপাতিকতার মতবাদের ভিত্তিতে অ্যাকশন বন্ধ করা যাবে না।
উদ্দেশ্য অর্জিত হয়েছে সেটি প্রাসঙ্গিক নয়, তিনি এই বিষয়ে মন্তব্য করেন।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis