12Newsworld

Let's do with Yourself

BIG BREAKING : মালদার পর আজ ফের NJP তে বন্দে ভারতের উপর পাথর হামলা

 Vande Bharat Express: মালদায় আক্রমণের পর পুনরায় আক্রমণ বন্দে ভারত এক্সপ্রেসের উপর NJP তে করা হলো পাথরবৃষ্টি

Vande Bharat Express: এনজেপি স্টেশনের (NJP Station) কাছে হামলা বন্দে ভারত এক্সপ্রেসের উপর। কাশ্মিরের উগ্রবাদীদের মতো ঘটনা বাংলায়। কেনো বারে বারে হামলা দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্রুতগামী ট্রেন বন্দে ভারতের উপর। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্ত ট্রেনের কামরা। বন্দে ভারত এক্সপ্রেস ক্ষতিগ্রস্ত হয়েছে সি-৩, সি-৬ কামরা।

                    

Bande vharat express attack in NJP

শিলিগুড়ি: মালদার ও এবার এনজেপি (NJP) আবারও হামলা চললো বন্দে ভারত এক্সপ্রেসের উপর। এনজেপি ঢোকার মুহূর্তে পাথর ছোঁড়া হলো ফের বন্দে ভারতের উপর। এনজেপি স্টেশনের (NJP Station) কাছে এক্সপ্রেসে হামলায় ক্ষতি হয়েছে এক্সপ্রেসের সি-৩, সি-৬ কামরা। কামরার কাঁচ ভেঙে চুরে গেছে। মালদায় ট্রেন ঢোকার পর পাথর ছোড়া হয়েছে, রেল সূত্রে জানা যাচ্ছে। দ্বিতীয় হামলা এই তিন দিনে বন্দে ভারতের উপর। আশঙ্কিত যাত্রীরা বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হামলায় কি গভীর ষড়যন্ত্র ।এনিয়ে চলছে তদন্ত। 

See also  Akhil Giri: পদত্যাগ করুন আসরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেঞ্জ অফিসারকে অপমান কারামন্ত্রী কে ফোনে নির্দেশ দিলেন সুব্রত বক্সী।