আমি ইস্তফা দিচ্ছি !!! লড়াই চালু থাকবে চাঞ্চল্যকর বয়ান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 কলকাতা হাই কোর্ট চত্বরে গুঞ্জন বিচারপতি অভিজিৎ (Justice Abhijit Gangopadhyay)  গঙ্গোপাধ্যায় নাকি ইস্তফা দিয়েছেন।তার মধ্যেই এদিন মধ্যেই সটান যাবতীয় জল্পনার জবাব দিলেন বিচারপতি । মঙ্গলবার দুপুর ২টোর সময় এজলাসে এলেন বিচারপতি। আজ ভরা এজলাসে তিনি জানিয়ে দিলেন, ‘‘শুনছি কেউ কেউ রটাচ্ছে আমি নাকি ইস্তফা দিচ্ছি…! পদত্যাগের কথাও শুনছি । যে লড়াই শুরু হয়েছে। সেই লড়াই চলবে।’’

অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ের সাথে অভিযুক্তদের প্রভাবের কথা উল্লেখ করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ??? 

 গত এক সপ্তাহে সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেশ কয়েকটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে।তার টেলিভিশনের সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছে সুপ্রিমকোর্টে।

 

  টিভিতে বিচারপতির সাক্ষাৎকার দেওয়া নিয়ে হলফনামাও জমা দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। তবে কি সেই নির্দেশ ও তাকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার বিষয়টিকেই বিচারপতি ‘লড়াই’ বলতে চেয়েছেন।

সেটা স্পষ্ট না হলেও এজলাসে বসে তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়া এবং নিয়োগ দুর্নীতি— দু’টি বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি।

মঙ্গলবার প্রথমে বিচারপতি বলেন, ‘‘যে লড়াই শুরু হয়েছে, তা চলবে। মিত্থা কথার সেগুলির ব্যাখ্যা দিতে হবে। আমি হয়তো সব দিন থাকব না। কিন্তু আমি থাকি বা না থাকি লড়াই থেমে থাকবে না।’’

                                  

Justice Abhijit Gangopadhyay

তাঁর টিভিতে সাক্ষাৎকার দেওয়ার প্রসঙ্গও বিচারপতি বলেন, ‘‘ইন্টারভিউ যখন আমি দিয়েছি, তখন উত্তরও আমাকেই দিতে হবে।’’ তিনি সুপ্রিমকোর্টের অর্ডার কপির অপেক্ষায় আছেন। বিচারপতি বলেছেন, ‘‘সুপ্রিম কোর্টের অর্ডার কপি এখনও আপলোড হয়নি শুনলাম। তখন তার উত্তর দেবেন বলে জানান।

আসলে মঙ্গলবার আদালতের প্রথমার্ধে এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের না থাকা একটি সন্দেহের সৃষ্টি করে। এই নিয়ে আদালত চত্বরে হওয়া কোনও জল্পনা কানে এসেছিল বিচারপতির। তা নিয়েই আদালতে এসে ক্ষোভ ব্যাক্ত করেন । দুপুর ২টোর সময় এজলাসে এসে তাই বিচারপতিকে বলতে শোনা যায়, ‘‘প্রথমার্ধে বসিনি। আমাকে দিয়ে ইস্তফা দেওয়াও হয়ে গেল। আমি ইস্তফা দিচ্ছি, এটা রটনা। কিন্তু আমি পদত্যাগ করছি না।’’

More From Author

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চাকরীতে নিয়োগে দিতে হবে না কোনো পরীক্ষা

ছত্তিশগড়ের দান্তেওয়াড়া মাওবাদী হামলা এগারো জন নিরাপত্তাকর্মী IED বিস্ফোরণে নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.

Archives

Categories

Categories