আদালতের রায়ের উপর নির্ভর করবে। ভোটের ( panchayat election) প্রার্থীদের ভবিষৎ। সমস্ত নথি পঞ্চায়েতের সংরক্ষণের নির্দেশ দিলো হাইকোর্ট
ভোটে জিতেও পুরোপুরি নিশ্চিত নয় জয়! পঞ্চায়েত নির্বাচন উল্লেখযোগ্য পর্যবেক্ষণ , ভোটে জিতেও জয়ের স্বাদ এখনই পাচ্ছেন না কলকাতা হাইকোর্টের রায়ে নির্ভর করছে পরবর্তী ভবিষৎ।
এদিন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ জানায় ,পঞ্চায়েত ভোটে কমিশনের ভূমিকা ‘খুব সন্তোষজনক নয়’,
পাশাপাশি কমিশন ঘোষণা করা জয়ী প্রার্থীদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে।
পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি হবে 20 জুলাই।
পঞ্চায়েত ভোটে কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট।এদিন কমিশনের আইনজীবীকে কোর্ট জানায় ‘খুব সন্তোষজনক নয়’ কমিশনের ভূমিকা।
ভোট নিয়ে করা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলা। তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ। ডিভিশন বেঞ্চ এদিন পাশাপাশি কমিশন জয়ী প্রার্থীদের জয় এখনই নিশ্চিত করেছেন না। মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই ভোটের ফলাফল ও ভবিষৎ চূড়ান্ত হবে। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।
পঞ্চায়েত ভোটের CCTV ফুটেজ, ব্যালট সহ যাবতীয় নথি সংরক্ষণ করতে হবে জানিয়ে দিলো কলকাতা হাইকোর্ট।
এদিন ডিভিশন বেঞ্চ মামলার পরিবর্তে আদালতে তাদের বক্তব্যে বলে, “কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক নয়। আজও উপস্থিত নেই তাদের কোনও অফিসার এই সম্বন্ধে বক্তব্য জানানোর জন্য।
পাশাপাশি আদালত পুনর্নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন।৬৯৮ বুথে কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন হল তার ব্যখ্যা দিতে অপ্রস্তুত কমিশন।
আদালতের কাছে এটা পরিষ্কার নয় এত সতর্কতার পরেও গোলমাল ঠেকানো গেল না।”