12Newsworld

Let's do with Yourself

স্কুল সার্ভিস কমিশনকে (SSC) উচ্চ প্রাথমিকে(Upper Primary) শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চালু করার নির্দেশ সুপ্রিম কোর্টের

 কাউন্সেলিংয়ে স্থগিতাদেশ নয় উচ্চ প্রাথমিক নিয়োগেে(Upper Primary), শিক্ষক নিয়োগ(Teacher Recruitment) মামলায় সুপ্রিম কোর্টের রায়ে  আশার আলো দেখছে  এসএসসি

সুপ্রিম কোর্টে  বহাল থাকল কলকাতা হাইকোর্টের রায়। স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) উচ্চ প্রাথমিকে (Upper Primary), শিক্ষক নিয়োগের কাউন্সেলিং চালু রাখার আদেশ দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি স্কুল সার্ভিস কমিশন। 

                                   

Upper Primary recruitment Case Supreme Court verdict

 উচ্চ প্রাথমিকে ১৪৩৩৯ শূন্যপদ পূরনের জন্য   কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই কাউন্সেলিং শুরু করেছিল এসএসসি। 

কিন্তু সেই কাউন্সেলিং স্থগিত রাখার জন্য শীর্ষ আদালতে হাজির হয় উচ্চ প্রাথমিকের (Upper Primary), অনেক চাকরিপ্রার্থী। 

তাদের বক্তব্য, ” প্যানেলে কারচুপি করে বিকৃত প্যানেল তৈরি করে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরিপ্রার্থীদের মতে, প্রথম প্যানেলে    তাঁদের নাম ছিল কিন্তু  নতুন প্যানেলে নাম নেই।  এই মামলায় দেশের শীর্ষ আদালতের(Supreme Court)  রায়ের  দিকে তাকিয়ে চাকরিপ্রার্থীরা।

See also  Exploring Your Own Backyard: The Joys of Local Travel