12Newsworld

Let's do with Yourself

ব্রিগেডে এক লক্ষ কন্ঠে গীতা পাঠের জন্য বদল টেট পরীক্ষার( Primary tet 2023) দিনে কি জানাচ্ছে হাইকোর্ট

 ব্রিগেডে এক লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান প্রাথমিক টেট পরীক্ষা( Primary tet 2023) বদল। দিলীপ ঘোষের মামলায় কি জানালো(Calcutta High Court) হাইকোর্ট

                                   

Primary tet exam 2023 recruitment

ব্রিগেডে এক লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান টেটের দিন বদলের আর্জি কোলকাতা হাইকোর্টে । বিজেপি নেতা দিলীপ ঘোষের মামলা। টেটের(Primary tet 2023) দিন এর পূর্বে ধার্য হয় দশ ডিসেম্বর । পরবর্তীতে বাতিল হয় দিনটি।শাসক বিরোধী চাপানউতোর চলতে থাকে চব্বিশ ডিসেম্বর টেট পরীক্ষা নিয়ে।

মামলা গড়ায় হাইকোর্টে বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ মামলা করেন।রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে টেটের দিন ঠিক করেছে।অভিযোগ করেন দিলীপ ঘোষ। 

ব্রিগেডে ওই দিন এক লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ,একসাথে টেট পরীক্ষা নিলে অসুবিধায় পড়বে অনুষ্ঠানে আসা ব্যাক্তিরা , টেট দিতে আসা চাকরিপ্রার্থীদের পড়তে হবে যানজটে অসুবিধায়।।কাজেই দিন বদলের আর্জি জানানো হয়েছিলো।

আবেদনের ভিত্তিতে মামলার শুনানির সোমবার হয়নি । আজ মঙ্গলবার মামলা শুনানি হয় বিচারপতি জানিয়ে দেন “রাজ্যে টেট পরীক্ষা হবে ওই নির্দিষ্ট দিনেই

পরীক্ষার্থীরা যাতে নির্দিষ্ট পরীক্ষার সেন্টারে পৌঁছতে পারে রাজ্য প্রশাসন নিশ্চিত করবে সেই ব্যাবস্থা।

পরিবহন দফতরকে ব্যাবস্থা নিতে বলা হয়েছে।যাতে প্রত্যেক টেট পরীক্ষার্থী( Primary tet 2023)অ্যাডমিট দেখালই নির্দিষ্ট পরীক্ষার সেন্টারে পৌঁছতে কোনো প্রকার অসুবিধায় না হয়। পুলিশ প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণ সাথে অনুষ্ঠান ,পরীক্ষা পরিচালনা সুষ্ঠ ভাবে হয় ব্যাবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে

See also  West Bengal SSC Recruitment 2024 : এসএসসির মাধ্যমে সি এবং ডি গ্রুপে রিক্রুটমেন্ট; প্রায় বারো হাজার নিয়োগ পরিকল্পনা