Anupam Roy 3rd Marriage :বিয়ে করছেন অনুপম রায় পাত্রী সম্বন্ধে জেনে নিন

Spread the love

 অবশেষে জল্পনা সত্যি বিবাহের প্রতি শ্রদ্ধা আছে বলেছিলেন অনুপম ,  পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন অনুপমের স্ত্রী। 

                             

Anupam Roy 3rd Marriage

স্বভাবতই ভেঙে পড়েছিলেন শিল্পী তবে প্রেমের গান গাওয়া এই শিল্পী আশা হারাননি প্রেমের সম্পর্কে ।আবারো বিয়ের ঘোষণা দিলেন অনুপম রায়(Anupam Roy 3rd Marriage)

পাত্রী একই পেশার সঙ্গীত শিল্পী  প্রস্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। ভালবেসেই ছাদনাতলায় পৌঁছনোর সিদ্ধান্ত জানান প্রস্মিতা 

পেশায় সঙ্গীত শিল্পী প্রস্মিতা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০১২ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে ‘সাজনা’ গানের হাত ধরে।

তারপর রাজ চক্রবর্তীর একাধিক সিনেমায় গান গেয়েছেন তিনি ।রাজ পরিচালিত ‘বরবাদ’ ছবিতেও দু’টি গান গেয়েছেন প্রস্মিতা। ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘আসো না’-ও গেয়েছিলেন 

বেলাশেষে সিনেমায় তার কন্ঠ মুগ্ধ করেছে শ্রোতাদের ।অপরদিকে অনুপম রায়ের(Anupam Roy 3rd Marriage) সঙ্গীত সম্পর্কে আমরা প্রত্যেকেই অবহিত ।

দুই জনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ২ মার্চ জানালেন তারা।নতুন জীবনে নিজেদের ঘর বাঁধতে চলেছেন দুই বিখ্যাত সঙ্গীত শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *