12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

বড়সড় দুর্ঘটনার কবলে কোয়েল মল্লিক! গুরুতর আহত অভিনেত্রী! এখন কেমন আছেন তিনি?

  ‘মিতিন মাসি’,  শ্যুটিংয়ে গুরুতর আহত এখন কেমন আছেন কোয়েল !!!???

 মিতিন মাসি (Mitin Mashi) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শ্যুটিংয়ে আহত কোয়েল মল্লিক।একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাতে চোট পান অভিনেত্রী 

                               

মিতিন মাসি (Mitin Mashi) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শ্যুটিংয়ে আহত কোয়েল মল্লিক।একটি অ্যাকশন

 

একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন সেই সময় ঘটে দুর্ঘটনা ,তিনি নিজের ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে লেখেন “একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় আমি আহত হই। সঙ্গে সঙ্গে আমাকে মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে ও এক্সরে করে ডান হাতের আলনা হাড়ের শ্যাফটে চিড় ধরা পড়েছে।”
অভিনেত্রী কোয়েল আরো লেখেন হাতের জন্য কাস্ট দেওয়া হয়েছে ডাক্তারের পরামর্শে দ্রুতই সুস্থ হয়ে উঠবো ” দর্শকদের ধন্যবাদ জানান
গত বছর পুজোয় মুক্তি পায় অরিন্দম শীল পরিচালিত ‘জঙ্গলে মিতিন মাসি’। পরবর্তী পর্ব খুনির সন্ধান করতে। সেখানে রয়েছে একাধিক অ্যাকশনও (action scenes)
একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার প্রমুখ

See also  News of the explosion outside the rapper Badshah’s lounge: চন্ডিগড় র‍ র‍্যাপার বাদশার লাউঞ্জের বাইরে বিষ্ফোরণ | ভাঙলো কাঁচ