North Bengal Jalpaiguri ( Weather Update) : সাধারণ মানুষকে সতর্ক করলো আবহাওয়া দফতর।রাতেই ধেয়ে আসছে ঝড় সঙ্গে,বৃষ্টি ,বজ্রপাত তাই প্রত্যেক মানুষকে,নিজের ঘরে থাকার পরামর্শ আবহাওয়াবিদদের ।
জলপাইগুড়ি ঝড় দেখেছে পশ্চিমবঙ্গের মানুষ আবারো সেই ধরনের ঝড়ের পূর্ভাবাস দিলো আবহাওয়া দফতর ।দক্ষিণের দাবদাহ চলছে ,তাপমাত্রা চল্লিশের ঘরে ।নাভিশ্বাস উঠেছে সাধারণ শ্রমজীবী মানুষ কর্মের তাগিদে যারা রাস্তায় বেড়িয়েছেন। এই অবস্থায় উত্তরে প্রশান্তির বৃষ্টির খবর জানালো আলিপুর আবহাওয়া দফতর।
সন্ধ্যা ৮ টা ১৫ মিনিট থেকে ২-৩ ঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে আজ রাতে হলুদ সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ( Weather Office)। এই জেলগুলি হলো,দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি
সাধারণ মানুষ রাস্তায় কাজের জন্য বেরোলেও, ঝড় বৃষ্টিতে যেনো নিরাপদ আশ্রয়ে থাকে জানালো আবহাওয়া দফতর।
তবে গরম বাড়বে তিনদিন দক্ষিণের জেলাগুলিতে।বেলা গড়াতেই বাড়বে অসস্তি জলীয় বাষ্পের জন্য ,তারপরে বৃষ্টি ঝড়ের ব্যাপারেও জানানো হয়েছে আবহাওয়া দফতরে তরফ থেকে।