SSC recruitment Scam : সমস্ত বেআইনি চাকরি বাতিল নির্দেশ কোলকাতা হাইকোর্টের

Spread the love

 SSC recruitment Scam : দীর্ঘদিন ধরে চলা SSC মামলায় রায়দান কোলকাতা হাইকোর্টের। বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

                             

SSC recruitment scam verdict calcutta high court

 বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সবির রশিদির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন এসএসসি মামলায়। এসএসসি মামলায় আজ সোমবার আদালত এখনও অবধি যা খবর, ২৩ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে ।  বেআইনিভাবে চাকরি প্রাপকদের টাকা ফেরতের নির্দেশ। সুদ সমেত টাকা ফেরাতে হবে তাঁদের। সময় দেওয়া হলো চার সপ্তাহের মধ্যে। অর্থাৎ যাঁরা এত বছর বেতন পেয়েছেন, কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি সমস্ত টাকা ফেরতের নির্দেশ  তাঁদের। ঠিক যেমন ববিতা সরকার, অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল। ওএমআর শিট বিক্রিত, প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। 

এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম সমস্ত চাকরী বাতিলের নির্দেশ কোলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সবির রশিদির ডিভিশন বেঞ্চে 

division-bench-of-justice-devanshu-basak-and-justice-mohammad-sabir-rashidi-of-calcutta-high-court-ordered-cancellation-of-all-jobs-in-ssc-recruitment-scam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *