বলিউড অভিনেতা শাহরুখ খান(Sharukh Khan admitted into Ahmedabad Hospital) হঠাৎই অসুস্থ অবস্থায় ভর্তি হলেন হসপিটালে।তিনি বুধবার সকালে , ১১ টা নাগাদ অসুস্থ বোধ করতে শুরু করেন।
আহমেদাবাদের কে ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতাকে ।কোলকাতা নাইট রাইডার্সের ম্যাচের পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। এরপর দুপুর ১টার সময় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
যেটি সূত্র মারফত জানা যাচ্ছে ,ডিহাইড্রেশন প্রধান কারণ,তিনি মাঠে খেলা দেখার সময় এই উষ্ণ আবহাওয়া সেটি তার জন্য বিরূপ হয়ে দাঁড়ায়।
তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তার টিমের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।
Shah Rukh Khan’s KKR reaches IPL 2024 finals
সম্প্রতি kolkata Night Riders IPL 2024 ফাইনালে উঠেছে , Sunrisers Hyderabad (SRH) বিরুদ্ধে মনোরঞ্জক লড়াই করে।সেই খেলা দেখতে উপস্থিত ছিলেন মাঠে Shah Rukh Khan পুত্র আব্রাহাম কন্যা Suhana, Ananya, and Shanaya , নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।উপভোগ করেন খেলাটি প্রত্যেক দর্শক।