12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

 India pakistan live match : ভারত পাকিস্তান ম্যাচ চলছিলো ,সেই ম্যাচে উত্তেজনা তুঙ্গে থাকবে এটাই স্বাভাবিক। সেই খেলা নিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাবে কেউ ভাবেনি। Pakistan Youtuber  নিরাপত্তা রক্ষীর গুলিতে মৃত্যু ব্লগ করতে গিয়ে ।

                                  

মাঠে উপস্থিত দুই দলের উৎসুক সমর্থক। ভারতের ব্যাটিং লাইনআপ যখন একশো উনিশ রানে আবদ্ধ।তখন পাকিস্থান ম্যাচে ফিরছে এমনটাই ধারণা করেছিলেন পাকিস্থান সমর্থকরা ( Pakisthan Fans)

এই সল্প রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং অ্যাকশনের কাছে গুটিয়ে যায় পাকিস্থানে র ব্যাটিং লাইন আপ,বুমরার বোলিং উল্লেখযোগ্য অবদান রাখে,সেই উত্তেজনার মধ্যেই ঘটে গেলো এই দুর্ঘটনা,এর আগে ভারত পাকিস্থান ম্যাচ নিয়ে মাঠেই উত্তেজিত বাক্য বিনিময় ,সোশ্যাল মিডিয়ায় দুই দলের সমর্থকদের মধ্যে লড়াই চলতো।

india squad for t20 world cup এইবারে ইউএসএ ( United States) তাদের একধাপ নিচেই অবস্থান করছে।আগামী বারো তারিখ ইউএসএ ভারত ম্যাচ ( USA vs India t20 world cup match) আছে।

                                

India pakistan live match : Pakistan Youtuber টি২০ বিশ্বকাপের ভারত

ইউএসএ প্রথম তাদের ক্রিকেটে দল গঠন t20 world cup  খেলতে নেমে তারা যে দক্ষতা দেখিয়েছেন সেটি প্রশংসার দাবী রাখে।ভারত ইউএসএ ম্যাচ কি রেজাল্ট দেয় cricket fans উৎসুক সেটি দেখতে।

মাঠের লড়াই যে এই ভাবে মৃত্যু তে,রূপ নেবে ভাবতে পারেনি দর্শকেরা।পাকিস্তান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নিরাপত্তারক্ষীর গুলিতে এক পাকিস্তানি ব্লগার(Pakistan Youtuber ) মৃত্যু ঘটে।  

এদিন ভারত পাকিস্তান ম্যাচ চলছিলো তখন সাদ আহমেদ(Saad Ahmed) নামে ওই Pakistan Youtuber সাধারণ মানুষের মতামত নিচ্ছিলেন ,এক নিরাপত্তারক্ষীর কাছে ওই ব্লগার গিয়ে প্রশ্ন করতে থাকেন ম্যাচ নিয়ে। সেই সময় নিরাপত্তারক্ষীকে বারবার প্রশ্ন করায় রেগে যান বিরক্ত হয়ে গুলি চালিয়ে দেন।   পাকিস্থানের সংবাদ মাধ্যম জানিয়েছে এই ঘটনার বিষয়ে।ওই ব্লগার কে হসপিটালে নিয়ে যাওয়া হয়,ডাক্তারেরা মৃত ,বলে।

পাকিস্থানের সংবাদ মাধ্যম জানিয়েছে পরিবারের এক মাত্র উপার্জন করতেন ওই Pakistan Youtuber, সাধারণ একটি ভারত পাকিস্তান ম্যাচ (India pakistan live match ) নিয়ে বিষয়টি এই পর্যায়ে চলে যাবে ভাবতে পারেননি উপস্থিত মানুষ।

d0a32d71bac529ab981de3e68f0c7807
Web |  + posts

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis