এতদিন মোবাইল কোম্পানি গুলি তাদের হ্যান্ডসেটে সুবিধা দিয়ে আসছিলেন ডবল সিমের( sim card) ।এই সুবিধার ফলে গ্রাহকের একটি সিমে নেটওয়ার্ক না থাকলে আরেকটি থেকে প্রয়োজনীয় কাজ করতে পারতেন।
TRAI sim card rules |
সেই সিম নিয়েই নতুন নির্দেশিকা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ( TRAI ) এর
বাজার চলতি বিভিন্ন মোবাইল সেট নির্মাতা বিক্রয় কোম্পানি যেমন mi mobile set set , infinix mobile vivo mobile তাদের সেটে চতুর্থ জেনারেশন থেকে পঞ্চম জেনারেশনে আপগ্রেড করেছে।নতুন সিস্টেম e sim গ্রাহকদের কাছে পরিবেশিত হয়েছে।
What is the New Rules about duel sim card in mobile according to Telicome Regulatory Authority Of India ( TRAI )
এই সিম কার্ড ব্যাবহারে TRAI নতুন নিয়মে গ্রাহককে অসস্তি তে পড়তে হবে, ট্রাই তাদের নতুন নিয়মে দুটি সিম কার্ড ব্যাবহারে জরিমানা আরোপ করতে পারে।
মোবাইল নেটওয়ার্ক ব্যাবহার সরকারি এই সংস্থার নিয়মে সিম কার্ড ( sim card) কে সরকারের নিজস্ব সম্পত্তি হিসাবে বর্ণনা করা হয়েছে।একটি মোবাইল নম্বর গ্রাহকের জন্য নির্দিষ্ট সময়ের জন্য ব্যাবহার করতে দেওয়া হয়।
সেই সিমটি ব্যাবহার লিমিট রাখা হয় সরকারে তরফে , সরকার চাইলে চার্জ করতে পারে সেই সিম কার্ডের জন্য ( sim card )
What happen if use duel sim card in mobile according to Telicome Regulatory Authority Of India( TRAI) Rules
নতুন এই নিয়ম সেই বিষয়ে TRAI তরফে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি না হলেও সূত্রের খবর যে সমস্ত গ্রাহক বহুদিন ধরে বহু সিম ব্যাবহার করেন যেগুলির মধ্যে কিছু সিম ব্যাবহার হয় না সেভাবে ।এইবার সেই সিম কার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সেই সিম কার্ড বন্ধের সিদ্ধান্তে নির্দেশ দিতে পারে ট্রাই এমনটাই বলা হয়েছে।মোবাইল অপারেটরদের গ্রাহক বেস সঠিক রাখতে এই ধরনের পদক্ষেপ মোবাইল রেগুলেটরি সংস্থার।
যে মোবাইল নম্বর দীর্ঘদিন রিচার্জ হয়নি প্রয়োজনে জরিমানা ধার্য করতে পারে ট্রাই এমনটা সূত্রের খবর।
যে মোবাইল নম্বর গুলি এই তালিকায় সেগুলির প্রায়, ২১৯.১৪ মিলিয়ন বন্ধের তালিকায় আছে।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) তাদের নতুন নিয়ম সেখানে জানিয়েছে যদি চুরি হওয়া সিম কার্ড ( sim card) ,নষ্ট , নতুন নম্বর সেগুলি নিতে হলে সাত দিনের মধ্যে পোর্ট করতে দেওয়া হবে না, গ্রাহকদের তাদের উদ্দেশ্যে ১৫ মার্চ একটি নতুন নিয়ম জারি করেছে।
আগামী ১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন নিয়ম।তবে সিম কার্ডের জরিমানা সংক্রান্ত বিধিতে এখনও নির্দেশিকা জারি হয়নি।