12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports Updates12NewsWorld - Latest News, Politics, Technology, Education, Sports & Tips

 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা দুর্ঘটনায় নিহত ১৭ আহত তেষট্টি জন। 

                                  

IMG 20240617 145809

kanchenjungha-express-goods-train-collision-jalpaiguri-west-bengal 

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা(Kanchenjungha Express Accident)।তিন রেলকর্মী তারাও ট্রেনে ছিলেন ,দূর্ঘনায় তাদের ও মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির দুই চালক অনিল কুমার ও শঙ্করমোহন দাস এবং এক্সপ্রেস ট্রেনের গার্ড আশিস দে।।

ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত।ঘটনাস্থলের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী রওনা হয়েছেন । রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ঘটনাস্থলে রওনা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও আসছেন ঘটনাস্থলে।

এদিন করোমন্ডলের স্মৃতি উস্কে দিয়ে আবারো একটি রেল দুর্ঘটনা ।ফাঁসিদেওয়ার কাছে হটাৎ সিগনাল উপেক্ষা করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা।

  শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা(Kanchenjungha Express Accident ) তীব্রতা এতটাই ছিলো যে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের দুটি বগি । তুবরে যায় খেলনা গাড়ির মতো।ভিতরে থাকা বহু পুরুষ মহিলাদের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।

  

  শিলিগুড়িতে বৃষ্টির কারণে উদ্ধারকার্য ব্যাহত হয়েছে ।এন ডি আর এফ ঘটনাস্থল পরিদর্শন করে গ্যাস কাটার দিয়ে বগি গুলি কেটে বের করে আনা হয় আহতদের।

  

কি ভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা রেলের তরফে প্রাথমিক ভাবে জানানো হয়েছে মূলত সিগনাল উপেক্ষা মালগাড়ির চালকের যার ফলে ওই লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মালগাড়ির।তবে বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

এই দুর্ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বার্তা দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর স্তম্ভিত, একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে। ডিএম, এসপি, চিকিৎসকদের দল, অ্যাম্বুল্যান্স দুর্ঘনাস্থলে পৌঁছেছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে’, 

এই ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওয়াররুমে বৈঠকে শুরু করেছেন।আগরতলা থেকে কলকাতায় যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজবাড়ি ও চটেরহাট স্টেশনের মাঝে ফাঁসিদেওয়ার কাছে নির্মলজোত এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা (Kanchenjungha Express Accident )মালগাড়ির। ট্রেনের দুটি কামরা পুরোপুরি উল্টে যায় । উদ্ধর্কার্যের স্থানীয় মানুষ সাহায্য করতে থাকেন , ঘটনাস্থলে এসপি , ডি এম প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত হয়েছেন।

d0a32d71bac529ab981de3e68f0c7807
Web |  + posts

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis