UGC NET June Exam Cancelled:পরীক্ষা বাতিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ঘোষণা করলো UGC NET June Exam বাতিল হচ্ছে।বুধবার রাতের ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল করলো পরীক্ষা যেটি জুন মাসে নেওয়া হয়েছিলো
UGC NET June Exam Cancelled: ইউজিসি-নেট পরীক্ষা দুর্নীতি হয়েছে স্বীকার করে নিলো ইউজিসি-নেট আয়জোক সংস্থার দায়িত্বে থাকা এনটিএয়ের , আধিকারিকরা।তাদের বক্তব্য প্রাথমিক ভাবে নিয়মের ব্যতিক্রম হয়ছে ধারণা ।সেই কারণেই সিবিআই তদন্তের বিষয়টি তারা উল্লেখ করে।তবে নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি এনটিএয়ের তরফে।
NTA তরফে UGC NET Exam নিয়ে কি জানানো হয়েছে
National Testing Agency জানিয়েছে ২০২৪ সালের ১৮ জুন যে পরীক্ষা নেওয়া হয়েছিলো সেখানে স্বচ্ছতার অভাব আছে । বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) কাছে এই তথ্য সরবরাহ করা হয়েছে ” ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিউট অফ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার” সেখানেই গাফিলতি ধরা পড়েছে বলে জানানো হয়েছে।
দেশের বিভিন্ন শহরে দুটি শিফটে UGC NET Exam আয়োজন করা হয়েছিলো ১৮ জুন সেই পরীক্ষায় সচ্ছতা রক্ষা হয়নি বলে আয়োজক সংস্থা জানিয়েছে।
নিট-ইউজি পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিলো,এই বিষয়ে শীর্ষ আদালত সুপ্রিমকোর্টে মামলা গড়ায়।সেখানেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি যথাযথ উত্তর দিতে পারেনি। তবে বিজ্ঞপ্তি দিয়ে UGC NET Exam , পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিন শিক্ষা মন্ত্রক এই বিষয়ের সমালোচনা করেন।এই নিট-ইউজি তে দুর্নীতি তে যুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis