Rahul Gandhi Leader of Opposition in Lok Sabha: লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে বিবেচিত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

Spread the love

 Rahul Gandhi Leader of Opposition in Lok Sabha 

লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাম প্রস্তাব । কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সাংবাদিক সম্মেলনের, “কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় এলওপি হিসাবে বিবেচিত হয়েছে ..।” এই বিষয়ে কংগ্রেস তার অ্যালায়েন্স দল গুলির সঙ্গে মিটিংয়ে সিধান্ত নিয়েছে।
                                

select leader of opposition congress

CPP chairperson Sonia Gandhi তিনি চিঠি লেখেন pro-tem Speaker Bhartruhari Mahtab তাকে জানিয়েছেন কংগ্রেস তার সহযোগী দলের তরফে সিধান্ত নেওয়া হয়েছে রাহুল গান্ধী leader of opposition তাকে বিবেচিত করা হয়েছে।
এদিন নরেন্দ্র মোদী তিনি লোকসভার অধিবেশন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা বিষয়টি উল্লেখ করেছিলেন।
নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে India  bloc partie সেই সিধান্ত নিয়েছে।এই মিটিংয়ে উপস্থিত দলগুলির প্রতিনিধি হিসাবে ছিলেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির নেতা হামুনান বেনিওয়াল,রাজ্যের তৃণমূল কংগ্রেসের ড্রেরেক ও ব্রায়েন, NCP(SP)  নেতারা ও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *