12Newsworld

Let's do with Yourself

BREAKING NEWS : বিকাশ ভবনে সিবিআই তল্লাশি ; দেখুন কি পাওয়া গেছে

 বিকাশ ভবনে সিবিআই তল্লাশি ; নিয়োগ মামলার  তদন্তে আজ আবারো বিকাশ ভবনে তল্লাশি সিবিআই 

                                   

BREAKING NEWS : বিকাশ ভবনে সিবিআই তল্লাশি ; দেখুন কি প

   

 এদিন হঠাৎ বিকাশ ভবনে পৌঁছে যায় সিবিআই টিম,সেখানে তল্লাশি চালানো জন্য বিকাশ ভবনের অফিসারদের সঙ্গে কথা বলে সিবিআই অফিসার।

সেই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হয় উত্তর থানার পুলিশ।সূত্রের খবর প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে বিশেষ প্রমাণ থাকতে পারে সেই জন্য বিকাশ ভবনে সিবিআই তল্লাশি জন্য অফিসারেরা উপস্থিত হয়েছে।

এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে একটি গোডাউন সিল করে সিবিআই ,এদিন সেই গোডাউনে আবার তদন্তের জন্য পৌঁছায় সিবিআই অফিসারেরা।

শিক্ষা সচিব মনীশ জৈনের ঘরে এর আগে চৌঠা জুনে সিবিআই অফিসারেরা তদন্তে গিয়েছিলেন।সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সঙ্গে সংগ্রহ করা হয়  কিছু গুরুত্বপূর্ন নথি ,গোডাউনে ও যায় তদন্তকারী অফিসারে রা 

শিক্ষা দফতরের গুরুত্বপূর্ন কাগপত্রগুলো সংগ্রহ করে রাখা হতো ওই গোডাউনে।সেই গোডাউন সিবিআই অফিসারেরা সিল করে দেন ২০২২ সালের ২৩ , ডিসেম্বর সিবিআই সূত্রে জানানো হয়েছিল প্রাথমিক শিক্ষা সচিব মানিক ভট্টাচার্য কে জেরা করে যে তথ্য তাদের কাছে পৌঁছয় তার ভিত্তিতেই সেদিন ওই তল্লাশি চালানো হয়েছিলো।

See also  Gujarat-Himachal Election Result Live : হিমাচলে কংগ্রেস বিজেপি জোর টক্কর,গুজরাটে এগিয়ে বিজেপি