Which mobile phones WhatsApp will no longer work : যে মোবাইল গুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না ,জানিয়ে দিলো সংস্থা

Spread the love

 WhatsApp will no longer work Which phones : Whatsapp সোশ্যাল মিডিয়ায় একটি যোগাযোগের গুরুত্বপূর্ন মাধ্যম ।সেই হোয়াটসঅ্যাপ কাজ করবে না এই ফোন গুলিতে।

                         

Which mobile phones WhatsApp will no longer work  : যে মোবাইল গুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না

Which features ads in 2024 Whatsapp :

 WhatsApp তাদের নতুন ফিচার অ্যাড কর আসছে কিছুদিন যাবৎ।তাদের উদ্দেশ্য গ্রাহককে ম্যাসেজিং সার্ভিস ,সঙ্গে সহজে বিনোদন দেওয়া। 

তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ন ফিচার গ্রাহকের ডিজিটাল নিরাপত্তা জন্য ব্যাবহার করা হয়েছে। হোয়াটসঅ্যাপে নতুন বৈশিষ্ট্য গুলি হলো Account restriction,Privacy controls,Disappearing messages,Multiple accounts,IP address Protection

তাদের নতুন এই ফিচার গুলি কে ভালোভাবে কাজে র জন্য নতুন সিস্টেমের ফোনের প্রয়োজন ।পুরনো যে, ফোন গুলি অ্যান্ড্রয়েড ৫.০ কিংবা আইওএস ১২- র কম সেই ফোন গুলির জন্য বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।

অ্যান্ড্রয়েড ৫.০ বা তার বেশি ভার্সান এবং আইওএস ১২ তে কাজ করবে Whatsapp

তবে হোয়াটসঅ্যাপ যে ফোন অর্থাৎ সেই কোম্পানির মোবাইল গুলিতে চলবে না ,সেগুলি দেখে নিন : CanalTech- এর রিপোর্ট অনুসারে  প্রায় পঁয়ত্রিশ টি কোম্পানির মোবাইলে চলবে না হোয়াটসঅ্যাপ যেগুলির মধ্যে আছে এলসি, অ্যাপেল,মোটোরোলা, হুয়াওয়েই  এই ফোন গুলিতে মূলত  সিকিউরিটি প্যাচ, Whatsapp update পাওয়া যাবে না।

যে ফোন গুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ 

অ্যাপেল ফোনের এই মডেল গুলি

 আইফোন এসই,এছাড়াও আইফোন ৫,  আইসোন ৬, আইফোন ৬এসএই মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করবে না।

স্যামসাংয়ের যে ফোন গুলিতে কাজ  করবে না হোয়াটসঅ্যাপ 

গ্যালাক্সি এস৪ মিনি,গ্যালাক্সি কোর,গ্যালাক্সি এস৪ জুম,গ্যালাক্সি এক্সপ্রেস ২, গ্যালাক্সি গ্র্যান্ড, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি Ace প্লাস,গ্যালাক্সি এস৩ মিনি, গ্যালাক্সি এস৪ অ্যাক্টিভ,সাপোর্ট করবে না।

মোটো জি এবং মোটো এক্স- এই মোটোরোলার দুটো মডেলে কাজ করবে না হোয়াটসঅ্যাপ 

Huawei মডেল চাইনিজ সংস্থার যে ফোন গুলিতে চলবে না হোয়াটসঅ্যাপ : Ascend জি৫২৫, Huawei সি১৯৯,Ascend জি৫২৫, Huawei সি১৯৯ , তার সঙ্গে Huawei ওয়াই৬২৫ এই মডেল গুলিতে চলবে না হোয়াটসঅ্যাপের নতুন ফিচার।

সোনি এক্সপেরিয়া ভার্সনের জেড১এক্সপেরিয়া ই৩- তে বন্ধ হোয়াটসঅ্যাপ,নতুন ফিচারগুলো জন্য ।

লেনোভো  মডেল ৪৬৬০০,এ৮৫৮টি,লেনোভো পি৭০,লেনোভো এস৮৯০ এই সিরিজের,মডেল গুলিতে চলবে না হোয়াটসঅ্যাপ 


এই তালিকার কিছু ডিভাইসের গ্রাহক ব্যাবহার করছেন 7 বছর বা তারও বেশি।  তাদের যুক্তি থাকে  যে iPhone 6S Plus সমস্যা হচ্ছে না তাদের  হোয়াটসঅ্যাপ নতুন হার্ডওয়্যার এবং আপডেট করেছে। সফ্টওয়্যারগুলিতে উন্নত পরিচালনের জন্য এই তালিকায়  ডিভাইসগুলিতে হোয়াটসঅ্যাপ ফিচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *