Bishnupur : ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট রাজ্যের সকল জেলায়। দিনের অধিকাংশ সময় থাকছে না বিদ্যুৎ।এই প্রবল গরমে পৃথিবীর অধিকাংশ দেশে তাপপ্রবাহ নাজেহাল ,মানুষ । প্রকৃতির রুদ্র রূপে ভারত ও বাইরে নয় । পশ্চিমবঙ্গে ও তাপপ্রবাহ এই রকম ভাবে চলছে। বিষ্ণুপুর সেখানকার আবহাওয়া (bishnupur weather) একই রকম উষ্ণ।
protest-in-bishnupur-radhanagar-electricity-office-for-load-shedding-in-extreme-hot-weather
রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে।সস্তি তাতেও পাচ্ছে না মানুষ।
তার সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট নতুন সমস্য,সেই সমস্যা মন্দির নগরী বিষ্ণুপুর সেখানকার রাধানগরে বিদ্যুৎ দফতরের অফিসে সাধারণ মানুষের বিক্ষোভ।সেই নিয়ে গ্রেফতার দশ জন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে বিষ্ণুপুর থানার রাধানগরে(Radhanagar) রয়েছে বিদ্যুৎ দফতরের অফিস।ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট এই বার রূপান্তরিত হয়েছে হাতাহাতি তে ।স্থানীয় মানুষের সাথে রাধানগরে(Radhanagar) বিদ্যুৎ দফতরের লোকেদের বচসা থানায় পৌঁছল।
রাধানগরে(Radhanagar) ei ঘটনায় পুলিশ অ্যারেস্ট করেছে দশ জন।শনিবার স্থানীয় কিছু যুবক বিদ্যুৎ দফতরের অফিসে অভিযোগ জানাত গেলে উপস্থিত ব্যাক্তিদের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন উপস্থিত স্থানীয় যুবক।
উত্তেজনা তে অফিসের চেয়ার ,টেবিল ,কম্পিউটার ভাংচুর অভিযোগ বিদ্যুৎ দফতরের লোকেদের। এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ।
ওই যুবকদের আটক করেন পুলিশ ।ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে । এই বিষয়ে জানিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ।
রাজ্যে বিদ্যুতের চাহিদা যথাযথ বলেছেন বিদ্যুৎ মন্ত্রী।এই উষ্ণ আবহাওয়ার জন্য বেড়েছে বিদ্যুতের চাহিদা ।সেইখানে সামাল দিতে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট রাজ্যের বিভিন্ন জেলায়।সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বিষ্ণুপুর তে দেখা গেছে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis