Virat Kohli Retirement : India vs South Africa T20 World Cup 2024 ভারত ফাইনালে উঠতেই ঘোষণা এলো বিরাটের ।গুণী এই ক্রিকেটর অবসর ঘোষণা করলেন।ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে দর্শকের সামনে এটাই তার ঘোষণা।

                                 

AVvXsEiOYjIkX6Jmq9H p1WWVKRFNEd 9b1e5EiAkeMOK5EMteYFl0qlit7pNXYDe3wz 3T8HzXH3 oovGinv

তার বক্তব্য নতুনদের দায়িত্ত্ব নিতে হবে। তিনি ভারতের জয়ে খুশি।শনিবারের ম্যাচে ধৈর্য রেখে ৭৬ রানের ইনিংস খেলেন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের কান্ডারী তাকেই বলা যায়।এই বিশ্বকাপে ফর্মে না থাকলেও,ফাইনালে 59 বলে 76 রান , ব্যাটিং স্কোরে জোর দিয়েছে।তার ব্যাট থেকে এসেছে লাস্ট দুই ওভারের ছয়।

নিজের যোগ্যতার সর্বোচ্চ দিলেন এই ম্যাচে।দেশ তার কাছে বড়ো আবার প্রমাণ করলেন বিরাট কোহলি।

কোহলি ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে বলেন ” এটাই আমার,শেষ বিশ্বকাপ ,যেটা অর্জন করতে চেয়েছি সেটাই পেয়েছি। আমার ব্যাপার টি ছিলো হয় এখন , না হলে নয়, আমি অবসর ঘোষণা করছি বললেন ,বিরাট।

এটাই সময় নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার ,যে ক্রিকেট প্রতিভা ভারতে রয়েছে তাদের মাধ্যমে দল সঠিক পথে এগিয়ে যাবে বললেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টিতে তার রানের পাহাড় তাই তিনি শ্রেষ্ট ১২৫ টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। তার রানের গড় ৪৮.৬৯,রান করেছেন ৪১৮৮

টি-টোয়েন্টিতে  ভারতের প্রথমবার জয় এসেছিলো ২০০৭ সালে।নয় টি টি-টোয়েন্টিতে বিশ্বকাপ খেলেছে রোহিত।এই দিল গুলিতে অসম্ভব পরিশ্রমে গেছে।রোহিত এই ট্রফির যোগ্য ,তার অসামান্য চেষ্টা এই পরিশ্রম এক জয় এনে দিয়েছে।



By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *