Bus Accident: মিনাখাঁ তে মুখোমুখি সংঘর্ষ দুটি বাসের , আহত পঁচিশ জন, মিনাখাঁর কুশাংরা বাজারের কাছে সংঘর্ষ ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সড়কে এই দুর্ঘটনা।
এদিন প্রবল বৃষ্টিপাত তার মধ্যে ,বাবুরহাটগামী বাস যেটি কোলকাতা দিক থেকে আসছিলো, অপরদিকে বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
এই মুখোমুখি সংঘর্ষে আহত পঁচিশ জন ,প্যাসেঞ্জার।মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের। বাসের চারজনের অবস্থা আশঙ্কা জনক ।তাদের আরজি করে পাঠানো হয়েছে।
এই ঘটনায় প্রাথমিক ভাবে বেপরোয়া গতি তার জন্যই এই দুর্ঘটনা স্থানীয় মানুষের বক্তব্য।বর্ষার মধ্যে নিয়ন্ত্রণ রাখতে না পেরে দুর্ঘটনার সেটি বছর পুলিশ।
এই রাস্তায় পুলিশি নিরাপত্তা জন্য দাবী জানিয়েছে স্থানীয় মানুষ।বিভিন্ন সময়ে বিশেষত সকাল অফিসের সময় ,কর্ম ক্ষেত্রে বেরোনোর সময় বাস ছোটো প্রাইভেট কার, অটো ইত্যাদির জন্য ,ট্রাফিকের সমস্যা, সৃষ্টি হওয়ার অভিযোগ স্থানীয়দের।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis