Howrah Burdwan Local : প্যাসেঞ্জার নামাতে ভুলে গেলো ট্রেন চালক, স্টেশনে ফিরে এলো প্যাসেঞ্জার নামাতে।

Spread the love

 Howrah Burdwan local : local train এই রকম ঘটনা আগে শুনেছেন ।ট্রেন চালক ভুলে গেছে স্টেশনে থামতে ।যাত্রীদের নিয়ে আবার আসতে হলো গন্তব্যস্থলের পৌঁছে দিতে, নির্দিষ্ট স্টেশনে।এই ঘটনা বর্ধমান লোকালের। স্টপেজে থামতে ভুলে গেল ট্রেন।

                                  

Howrah Burdwan Local : প্যাসেঞ্জার নামাতে ভুলে গেলো ট্রেন চালক, স্টেশনে ফি

ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা প্রধান বিষয়।বর্তমানে রেলের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে।অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে না পারায় কি এই ধরনের ঘটনা নিত্যদিন ঘটছে।পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ,কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় সেই প্রশ্ন প্রাসঙ্গিক হয়েছে।
হাওড়া বর্ধমান মেইন লাইন লোকাল ট্রেন চালক স্টপেজে না থেমে পরের স্টেশনে থামলো ,যাত্রীদের পুনরায়় নামতে এলো ট্রেন

মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া বর্ধমান লোকাল শেওরাফুলি ,চন্দননগর ,চুঁচুড়া স্টেশনে স্টপেজ দেওয়ার নিয়ম ।সেখানে স্টেশন পেরিয়ে পরের স্টেশনে হুগলী তে গিয়ে দাঁড়ায় ট্রেন।যাত্রীরা গেটের সামনে অপেক্ষা করছিলেন ট্রেন স্টপেজ থামলে স্টেশনে নামবে বলে।এই ঘটনায় তারাও বুঝতে পারেনি।তাদের বক্তব্য এই ভুলে দুর্ঘটনা ঘটতে পারতো প্যাসেঞ্জার দের, এদিন ওই ট্রেনের চালক পুনরায় ভুল বুঝতে পেরে ট্রেনটি চুঁচুড়া স্টেশনে নিয়ে আসেন ,
এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে উটছে প্রশ্ন, একাধিক পদে রেলে নিয়োগ হয়নি ,সেই পদগুলি তে নিয়োগের দাবী জানাচ্ছেন মানুষ।
 
হাওড়া থেকে এদিন সন্ধ্যা ৭টা ২ মিনিটে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান সুপার ট্রেনটি রওনা দেয়। চন্দননগরের পড়ে ,চুঁচুড়া স্টেশনে স্টপেজ দেওয়ার নিয়ম ,এদিন পরের স্টেশনে হুগলী তে ট্রেন থামায় চালক,রেল সূত্রে খবর ট্রেনটি তিন মিনিট দেরিতে চলছিলো।
ট্রেনের চালক ভুল বুঝতে পেরে আবার ৮ টা ১ মিনিটে ট্রেনটি নির্দিষ্ট স্টপেজ ফিরিয়ে নিয়ে আসেন।
ট্রেন চালক স্টেশনে এসে প্রায় ১২ -১৩ মিনিট দাঁড়িয়ে পুনরায় রওনা দেয়।এই ব্যাপারে তদন্ত হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।তিনি বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *