Contractual Worker WB : চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও পাবেন অবসর ভাতা

Spread the love

 Contractual Worker WB : রাজ্যের চুক্তি ভিত্তিক শিক্ষাকর্মীরাও পাবেন অবসর ভাতা শিক্ষামন্ত্রী এদিন ঘোষণা করেছেন।

                                    

Contractual Worker WB : চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও পাবেন অবসর ভাতা

 রাজ্যের শিক্ষা কর্মীদের জন্য সুখবর এবার সিভিক আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য অবসর ভাতা পেতে চলেছেন 
⏩⏩⏩ আরো প্রতিবেদন : 
এক্সে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন এই সুবিধার আওতায় এবার প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।
 
তিনি  জানিয়েছেন , ১ এপ্রিল, ২০২৪ থেকেই কার্যকর হবে।সরকারি বিজ্ঞপ্তিতে জানালো হয়েছে , ১ এপ্রিল থেকে এ পর্যন্ত যাঁদের অবসর হয়েছে তাদেরও প্রাপ্য এই বর্ধিত ভাতা,এর আগে এই ভাতা ছিলো দু’লক্ষ টাকা,পদের ভিত্তিতে বৃদ্ধি হতো ,এই ভাতা ।
প্যারা টিচার, অ্যাকাডেমিক সুপা ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র শিক্ষা কর্মীদের এইবার থেকে বর্ধিত পাঁচ লক্ষ টাকা ভাতা পাবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *