Agniveer scheme details : কেন্দ্রীয় সরকারের কাছে ভারতীয় সেনাবাহিনী তরফে অগ্নিবীর প্রকল্প নিয়ে বিশেষ আবেদন করা হয়েছে 

                                  

Agniveer scheme details : কেন্দ্রীয় সরকারের কাছে ভারতীয় সেনাবাহিনী তরফে অগ্নিবীর প্রকল্প নিয়ে বিশেষ আবেদন করা হয়েছে

What is Agniveer Scheme : কেন্দ্রীয় সরকারের প্রকল্প অগ্নিবীর ,এই প্রকল্প ভারতীয় নৌবাহিনী ,বিমান বাহিনীতে ,সেনাবাহিনীর  জন্য পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীকে নিয়োগ করে, এই নিয়োগ চার বছরের জন্য হয়।ভারত সরকার 14 জুন 2022-এ এই প্রকল্প অনুমোদন দেন ।এই প্রকল্প প্রয়োগ হয় সেপ্টেম্বরে সম্পুর্ন ভারতবর্ষে জন্য।নিয়োগকৃত কর্মীদের অগ্নিবীর ,উপাধি দেওয়া হয়।প্রার্থীদের তাদের কর্মসংস্থানের ,অবসরে পঁচিশ শতাংশ সংরক্ষণের সুবিধা দেওয়া সেনাবাহিনীর বিভিন্ন পদে ,তাদের ক্যাডার হিসাবে অংশগ্রহণ করতে পারবেন।

Agnipath scheme salary : যে ভারতীয় যুবক অগ্নিপথ স্কিম  নথিভুক্ত হবেন,তাদের চাকরির ,সময় অগ্নিবীর নামে উল্লেখ থাকবে,তাদের সুবিধা হিসাবে  চার বছরের অগ্নিবীররা  11.71 লক্ষ রুপি সেবানিধি প্যাকেজ পাবেন।

Agnipath scheme  Controversy : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সংসদে এই Agnipath scheme নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।এই ভিডিও নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।এই ভিডিওতে তার ,দাবি  লুধিয়ানার যুবক অজয় সিংহের মৃত্যুর পরে ক্ষতিপূরণ পাওয়া নিয়ে ,যদিও ওই অগ্নিবীর সেনা ,তার বাবা এই দাবি মানেননি।তিনি জানিয়েছেন এই প্রকল্প তে তিনি আটানব্বই লক্ষ টাকা পেয়েছেন।সেনার তরফেও জানানো হয়।

সেনাবাহিনীর বিশেষ আবেদন অগ্নিপথ স্কিম(Agnipath scheme) নিয়ে , সেনাবাহিনী আবেদন করেছে বয়েস একুশ থেকে তেইশ বছর জন্য। টেকনিক্যাল দিকের প্রসার ,গ্রেজুয়েশন ডিগ্রি,যে প্রার্থীরা তাদের যোগদান করতে ,সুযোগ দেওয়া। সেনাবাহিনী তে পঞ্চাশ, শতাংশ নিয়োগ ।এই বিষয়ে দ্রুত আলোচনা আশ্বাস দিয়েছে কেন্দ্র।সেনাবাহিনীর নিয়োগে দেশের সুরক্ষার সার্থে এই প্রকল্প সুবিধা পাওয়া যাবে বলে মনে করছে সেনাবাহিনীর অফিসারেরা।তাই আগামী দিনে যুবক যুবতীদের নিয়োগে আলোচনা করে দেখা হচ্ছে এই প্রস্তাব।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *