প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিতে উৎসশ্রী (Utshashree )এই সাইটের বিষয়ে নির্দেশ বিচারপতি মান্থার ।

                               

SAVE 20240708 161246

তিনি সোমবার একটি বদলি সংক্রান্ত মামলায় উল্লেখ করেছেন এই সাইট বন্ধ থাকার জন্য শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় পড়ছেন।

মামলাকারী  শিক্ষিকা তিনি , থ্যালাসেমিয়া রোগের পেসেন্ট ,শ্বাসকষ্ট আছে তার ,মেয়ের ।তিনি বদলি চেয়েছিলেন । তার আবেদনে ,পদক্ষেপ নেয়নি পর্ষদ।

এই বিষয়ে বিচারপতি মান্থার পর্যবেক্ষণ এই বার থেকে অফলাইনে সমস্ত বদলির , আবেদন বিবেচনা করতে হবে। এর পূর্বে উৎসশ্রী সাইটে (Utshashree )অনলাইন আবেদনের ব্যাবস্থা ছিলো। সেই ব্যাবস্থা সাইট টি উনিত্রশ সেপ্টেম্বর 2023 সেই থেকে বন্ধ।

যার ফলে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে দীর্ঘদিন সমস্যায় শিক্ষকরা। তাই আদালতে এই মামলায় পর্যবেক্ষণে বিচারপতি মান্থার নির্দেশ এখন থেকে অফলাইনে আসা আবেদন গুরুত্ব পাবে।সেটি ও বিবেচনা করে দেখতে হবে।

বিচারপতির মন্তব্য যদি উৎসশ্রী(Utshashree ) এই সাইট প্রযুক্তির সমস্যার জন্য বন্ধ থাকে তাহলে সেই শিক্ষকদের সমস্যা বিচার করে দেখা হবে না !!!??? তাদের সমস্যা নিয়েই বদলির আবেদন করছেন । সেই জন্য এই অফলাইনে আবেদন গ্রহণ করে বিচারপতি ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিলেন।

READ  Contractual Worker WB : চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও পাবেন অবসর ভাতা

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis