Vlogging : আমাদের জীবনে এখন ব্যাক্তিগত বলে ,কিছু নেই । পাবলিক হচ্ছে পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় নতুন রকম ব্যাবস্থায় যেটি হলো Vlogging লক্ষ্য উপার্জন।
এখন সোশ্যাল মিডিয়ায় vlogging জনপ্রিয়,এর মাধ্যমে তাড়াতাড়ি বিখ্যাত পরিচিত হওয়া যায় মানুষের ,কাছে। সেই ধরনের ভিডিও যেটি দর্শক চাইছে ,পরিবেশন করছে vloggar রা , তাদের কাজের প্রশংসা যেমন হচ্ছে সেই কাজ নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।
এখন সোশ্যাল মিডিয়া তে বাচ্চা মাঝবয়েসী নারী পুরুষ Vlogging কে বেছে নিয়েছে ।এই পেশায় পার্টটাইম সময় দিলেও উপার্জন সম্ভব। প্রয়োজন সঠিক উপকরণ।
সেই উপকরনের জন্য নিজের ব্যাক্তিগত জীবনে কি ঘটছে সেই ভিডিও শেয়ার নিশ্চই আমাদের মানুষিক প্রবৃত্তির অবস্থান নির্দেশ করেছে।
যে ভাবে বিখ্যাত হওয়ার জন্য নিজের লজ্জা ভুলে ভিডিও করছে মানুষ। সেখানে নতুন সংযোজন ফুলসজ্জার ভিডিও।
এই জায়গায় ভিডিওতে স্বামী তার স্ত্রীকে তাদের ফুলসজ্জার রাত সম্পর্কে প্রশ্ন করছে।নববধূর লাস্যময়ী উত্তর এই ভিডিওতে দর্শক উৎসাহী ।নববধূ বলছেন সেই উত্তেজনা ভুলতে পারবো না।
তারপরেই বেডরুমের ভিতরে যাওয়া । সেই ভিডিও সোশ্যাল মিডিয়া তে জনপ্রিয় ।ভিডিওটি এখন সকলের অ্যাকাউন্টে ভালো শেয়ার হচ্ছে।
তবে অধিকাংশ মানুষ এই বিষয় টি কে নিন্দা করেছেন।নিজের ,ব্যাক্তিগত স্পেস সেখানে এই রকম ভিডিও সেটা জনসমক্ষে এনে বিখ্যাত হওয়া এটা উচিৎ নয় বলে নেটিজেন রা মন্তব্য করেছে।ভিডিওটি শেয়ার করে কমেন্টে তাদের মন্তব্য, ‘আমরা কোথায় যাচ্ছি? এখন মানুষ ফুলশয্যার ভিডিও শেয়ার করছে।এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের মানুষিকতার নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।