CBI Investigation : সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ রাজ্যের যুক্তিকে স্বীকার সুপ্রিমকোর্টের ।এদিন শীর্ষ আদালত বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ , পশ্চিমবঙ্গের রাজ্যের CBI Investigation নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ  কার্যত ,স্বীকার করে নিলেন বিচারপতিরা। 

                              

CBI Investigation : সিবিআই তদন্ত নিয়ে মামলা জয় রাজ্যের,কেন্দ্রীয় সরকার সংস্থার অপব্যাবহার করছে জানালো সুপ্রিমকোর্ট

 

এই মামলায় বিচারপতিদের যুক্তি একটি রাজ্যে এ ফ আই আর দায়ের হলে রাজ্যের মতামত প্রয়োজন।  এই ধরনের কেস রাজ্যের উপস্থিতি নিশ্চিত না করেই প্রভূত ছাড়পত্র ,দেওয়া নিয়ে প্রশ্ন করে বিচারপতিরা। এই মামলায় এ ফ আই আর নিয়ে ক্ষুব্ধ বিচারপতিরা। রাজ্যের তরফে এই মামলায় আইনজীবী ছিলেন কপিল সিব্বল। আগের শুনানিতে তিনি রাজ্যের সম্মতি না নেওয়ার বিষয়ে জানিয়েছিলেন। 

রাজ্যের বিষয়ে কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় হস্তক্ষেপ করতে পারে এই ক্ষেত্রে সেটি নিয়ম মেনে হয়নি।সিবিআই তদন্তের দায়িত্ব নিলে সেই মামলায় ইডি কে যুক্ত করে দেওয়া হচ্ছে।এই পরিস্থিতির বিষয়ে সওয়াল করে রাজ্যের আইনজীবী।

অপরদিকে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন সিবিআই একটি সত্বন্ত্র , সংস্থা ।কেন্দ্র এই সংস্থা কে নিয়ন্ত্রণ করে না। তাই এই মামলা   গ্রহণযোগ্য নয় বলেন কেন্দ্রের আইনজীবী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মামলা করেছে রাজ্যে সিবিআই কে উদ্দেশ্য করে নয়।সলিসিটর জেনারেল রাজ্যের আইনজীবীর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলেন।

এই বিষয়ে দুটি মামলা আগে হয়েছিলো সেখানেও আদালতের সামনে তথ্য গোপন করেছিলো এই রকম তথ্য গোপনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন করে কেন্দ্রের আইনজীবী।তবে সুপ্রিমকোর্ট রাজ্যের এক্তিয়ার সেখানে কেন্দ্রের হস্তক্ষেপ সিবিআই তদন্ত নিয়ে এই ব্যাপারে সন্তুষ্ট নয়। রাজ্যের সম্মতি প্রয়োজন এই নির্দেশ তাদের।

READ  Howrah Burdwan Local : প্যাসেঞ্জার নামাতে ভুলে গেলো ট্রেন চালক, স্টেশনে ফিরে এলো প্যাসেঞ্জার নামাতে।

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis