12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

Donald Trump Shooter video : পেনসিলভেনিয়া তে নির্বাচনী বক্তব্য রাখতে গিয়ে দুষ্কৃতী হামলা প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সামনে এলো দুষ্কৃতীর পরিচয়

 Donald Trump  Shooter video : পেনসিলভেনিয়া তে নির্বাচনী বক্তব্য দুষ্কৃতী হামলা প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর । সেই সময় হঠাৎ পাশের একটি বাড়ির ছাদের উপর থেকে হামলা চালায় দুষ্কৃতীরা তবে সেই ,মুহূর্তে স্নাইপার বাহিনী প্রস্তুত থাকায় গুলি করে তাদের হত্যা করে ।

                               

Donald Trump  Shooter video : পেনসিলভেনিয়া তে নির্বাচনী বক্তব্য রাখতে গিয়ে দুষ্কৃতী হামলা প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর সামনে এলো দুষ্কৃতীর পরিচয়

donald-trump-shooter-video-assassination-attempt-by-a-gunman-at-a-campaign-rally-pennsylvania

 প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন দেখা গেছে।অপরদিকে যখন স্নাইপার বাহিনী দেখতে পায় দুষ্কৃতীদের সেই ,মুহূর্তে গুলি চালানো না এই বিষয়ে উঠছে প্রশ্ন দুষ্কৃতীরা আগেই ছিলো ওই বাড়ির উপরে।

                     

প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিতে উঠতেই দেখতে পাওয়া যাচ্ছে তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। সেই মুহূর্তেই ট্রাম্প মাটিতে শুয়ে পড়েন তার মুখ থেকে রক্ত বের হতেও দেখা যায়।যখন বন্দুকধারী এবং একজন পথচারী নিহত হন এবং দুই দর্শক গুরুতর আহত হন।

এই ঘটনায় FBI নাম প্রকাশ করেছে দুষ্কৃতীর ।পেনসিলভেনিয়ার বেথেল পার্কের 20 বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকস  এই ঘটনায় যুক্ত বলে জানিয়েছে।

এই রকম হামলার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নয় এর আগে ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান এক জনসভায় গুলিবিদ্ধ হয়েছিলেন ।মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে হত্যা করা হয়েছিলো।

এই বছর আমেরিকায় নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে চার মাস বাকি তার আগে এই রকম হামলায়় অবাক  সাধারণ মানুষ

See also  CR7HD: Cristiano Ronaldo youtube channel name রেকর্ড করলেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারে