একুশের সমাবেশ থেকে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কারো চাকরী যাবে না

Spread the love

লোকসভা ভোট আসন বৃদ্ধি পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের একত্রিশ আসন নিয়ে ইন্ডিয়া জোটে দাপটে আছে মমতা।

                                     

একুশের সমাবেশ থেকে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুক্ষমন্ত্রী কারো চাকরী যাবে না

 যেটা নিয়ে বার বার অসস্তিতে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে সেটা রাজ্যের দুর্নীতি।শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির মাস্টার মাইন্ড রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী ।

 এইবার একুশের সমাবেশ থেকে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মুখ্যমন্ত্রীর। এদিন সমাবেশে জানিয়ে দিলেন কারো চাকরী যাবে না।

                  

মমতা (Mamata Banerjee) বলেন বিজেপি , সিপিআইএম রাজ্যে কেস করে চাকরী চাই ছে না।ওদের তাই আদালতে যেতে হচ্ছে। তিনি আরো ঘোষণা করেছেন একুশের সমাবেশ থেকে দশ লক্ষ সরকারি চাকরি তৈরি আদালতে PIL এর জন্য আটকে আছে।

                       

কখনও বলছে ২৬ হাজারের চাকরি খাই, আবার বলছে ৪২ হাজারের চাকরি খাই।  ওবিসি সংরক্ষণ উঠিয়ে দাও তিনি প্রতিবাদ করে জানান ওবিসি সংরক্ষণ থাকবে।

সুপ্রিম কোর্টে গিয়েছি লড়াই জারি থাকবে।যাদের ওবিসি সার্টিফিকেট দিয়েছি তাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। বলেন মুখ্যমন্ত্রী।

               

তার বক্তব্যে স্পষ্ট শাসক দল, বিধানসভা নির্বাচন  নিয়ে এই শিক্ষা দুর্নীতির ইস্যু সেটা নিয়ে অসস্তিতে আছে।কোলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬-র এসএসসি প্যানেল,চাকরী বাতিল ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষককর্মী। রাজ্যের প্রাথমিক শিক্ষক সভাপতি ক্রমশ omr কাণ্ডে মুখ্য ষড়যন্ত্রকারী হাইকোর্টে পর্ষদ জানিয়েছে ।

এই মুহূর্তে তাই কর্মসংস্থান ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান মনে করছে রাজনৈতিক মহল। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সেইখানে স্পষ্ট হবে শিক্ষা দুর্নীতি এই পরিস্থিতির রাজ্যের পক্ষে উপযোগী  হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *