প্রাথমিক দুর্নীতি তদন্তে টাকা নিয়ে হাত গুটিয়ে নিল পর্ষদ । পর্ষদ কে নির্দেশ দেওয়া হয়েছিলো রাজ্যের শিক্ষা দুর্নীতি তদন্তে ২০১৪ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিটের ডিজিট্যাল কপিগুলোকে উদ্ধার করতে হবে।
;
সেই তদন্তে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা তার নির্দেশ নিয়ে এবার পর্ষদের দাবি আর্থিক ভাবে তাদের সক্ষমতা নেই এই অর্থ প্রদান নিয়ে সিবিআই কে চিঠি দিয়ে জানিয়েছে।
সম্প্রতি নিজাম প্যালেসে এই বিষয়ে প্রেরণ করে চিঠি পাঠিয়েছে । তাদের বক্তব্য , এই বিষয়ে কলকাতা হাইকোর্টে জানাবে।
পর্ষদের তল্লাশিতে যে ছয়টি হার্ডডিস্ক বাজেয়াপ্ত হয়েছে সেখানে রয়েছে ডিজিটালাইজড্ মেধা তালিকা তাদের দাবি নিয়োগ তালিকা আছে ডিজিটালাইজড্ তথ্য, মধ্যে।
ইতিমধ্যেই তদন্তের টেকনিক্যাল সহযোগিতার জন্য টাটা গ্রুপ কে সিবিআই পছন্দের তালিকায় ছিলো। বর্তমানে এই তথ্য উদ্ধারে খরচ সেটা বিষয়ে আলোচনা হয়নি ।
এর পূর্বে পর্ষদের এই রকম সিধান্ত ,স্বভাবতই তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।এই ভাবে তদন্তের প্রক্রিয়া বিঘ্ন হলে ,প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী দের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কি সেটা নিয়ে সন্দিহান চাকরিপ্রার্থীরা। তদন্তকারী অফিসারদের এই সিধান্ত বিভ্রান্তি সৃষ্টি করেছে।