Sourav Ganguly : ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলির নামে উঠলো প্রতারণার অভিযোগ। সৌরভের কথায় ফ্ল্যাট কিনে প্রতারিত আবাসিকদের থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই বিষয়ের তাদের বক্তব্য দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার তে একটি আবাসিক প্রকল্পে ফ্ল্যাট কেনে তারা ,সেখানে আবাসনে নিরাপত্তাজনিত সমস্যার সমাধান দাবি করে অভিযোগ করেছে মহেশতলা থানায়।
এই বিষয়ে থানায় সৌরভের বিরুদ্ধে একশো সাতাশ জন অভিযোগ করেছেন মহেশতলা থানার অন্তর্গত ১ নম্বর বাটানগর রোডের আবাসনের বাসিন্দা।
তাদের তরফে বলা হয়েছে মুখ্য প্রচারক ছিলেন সৌরভ গাঙ্গুলি।২০১৩ সালের প্রকল্পের কাজ আরম্ভ হয়।এই প্রকল্প উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী ২০১৫ সালে । তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের অভিনেতা-সাংসদ দেব এবং আবাসন প্রকল্পের মালিক তিনি,যেহেতু প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ ভরসা পেয়েছিলেন বাসিন্দারা। তাছাড়া এই প্রকল্প সমাপ্ত, হওয়ার কথা ছিলো ২০১৭ সালে বাসিন্দাদের দাবি অসম্পূর্ণ কাজ হয়ে আছে।
বিজ্ঞাপনে আবাসনের যে চাকচিক্য দেখিয়েছিল বাসিন্দাদের অভিযোগ লিফট ,সুরক্ষা,সিসি টিভি কিছুই পর্যাপ্ত নয়। নিরাপত্তা না থাকায় অসামাজিক কাজ ওই এরিয়ার মধ্যেই হচ্ছে।কর্তপক্ষ উদাসীন এই বিষয়ে।
চুক্তির শর্ত অনুযায়ী, ফ্ল্যাট হস্তান্তরে দেরি হলে ক্ষতিপূরণ সেটিও দেওয়া হয়নি।ফ্ল্যাটমালিকদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেছেন আবাসিকরা ।এদের মধ্যে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সেই ব্যাক্তি ও আছেন।
প্রচারক হিসাবে সৌরভ দায় এড়িয়ে যেতে পারেন না তিনি মৌখিক ভাবে বিশ্বস্ততার বিষয়ে জানিয়েছিলেন।
এই বিষয়ে সাংবাদিকদের সৌরভ জানিয়েছেন তিনি শুধু বিজ্ঞাপনে প্রচার করেছেন তিনি ব্যাক্তিগত ভাবে যুক্ত নয়।