Sheikh Hasina resign : বাংলাদেশের বিক্ষোভ দেশ ছাড়লেন শেখ হাসিনা পদত্যাগ প্রধানমন্ত্রীর।

Spread the love

 Sheikh Hasina  resign : বাংলাদেশের বিক্ষোভ গণভবন বিক্ষোভকারীদের দখলে শেখ হাসিনা পদত্যাগ প্রধানমন্ত্রীর।

                 

         

Seikh Hasina  resign : বাংলাদেশের বিক্ষোভ দেশ ছাড়লেন শেখ হাসিনা পদত্যাগ প্রধানমন্ত্রীর।

এখন যে খবর পাওয়া যাচ্ছে গণভবনে ভাংচুর ,আগুন লাগিয়ে ,দিয়েছে বিক্ষোভকারীরা । প্রধামন্ত্রীর বাসভবনে দখল বিক্ষোভকারীদের 

                           

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন সূত্রের খবর তিনি পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।তার বোন ও আছেন।

                             

বাংলাদেশে ক্ষমতায় সেনাবাহিনী বিকেল তিনটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান।

এদিন দুপুর দুটো ছাব্বিশ মিনিট বাংলাদেশ থেকে হেলিকপ্টারে রওনা হয়েছেন শেখ হাসিনা ( Sheikh Hasina)

বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন দখলে সেনাবাহিনী।গণভবনে দখল তাদের।বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি ভাঙছেন বিক্ষোভকারীরা।অশান্তির সৃষ্টি কোটা আন্দোলন নিয়ে ।বর্তমানে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে যে বিবাদ সেই বিবাদ আদালতে যায়।আদালত কোটা, কমিয়ে দেওয়ার সিধান্ত নিয়েছিল।পরিস্থিতির উদ্বেগ বুঝতে পারছিলেন শেখ হাসিনা ইতিমধ্যেই এই উত্তেজনায় তিনশো তেইশ জনের,নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

           

ধানমন্ডিতে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীদের হামলা। বাংলা দেশের বিক্ষোভ বৃদ্ধি ভারতের আগরতলা বা কলকাতায় আসতে পারেন শেখ হাসিনা।  ।এখন পূর্বের নয় তিনি ক্ষমতায় থাকবেন সেটা নিয়ে অসস্তি তে আওয়ামী লীগ।ভারতের তরফে সমাধানে উদ্যোগী হবে বাংলাদেশ সেনাবাহিনী।রাজনৈতিক পরিস্থিতি বিচার করবে আগামী দিনের সিধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *