SAVE 20240808 013435

 Vinesh Phogat : অলিম্পিক রেসলিং কম্পিটিশন(Wrestling olympics 2024) তার ফাইনাল খেলায় ওজন বিতর্কে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ

                         

Vinesh Phogat : অলিম্পিক রেসলিং কম্পিটিশন; ভিনেশ ফোগোট আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ

Vinesh Phogat : অলিম্পিক রেসলিং কম্পিটিশন(Wrestling olympics 2024) ভারতের পদকের তালিকায় ভিনেশ ফোগোট তার ফাইনালে খেলা থেকে নাম বাদ ওজন নিয়ে সমস্যা  আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ তিনি

                         

 Vinesh Phogat তিনি দাবি করেছেন মঙ্গলবার পর্যন্ত ওজন নিয়ে অসুবিধা ছিলো না। ফাইনালে তিনি পদক থেকে বঞ্চিত হয়েছেন। তার আগে তিনি খেলেছিলেন সেখানে ওজন নিয়ে সমস্যা থাকলে তিনি বাদ থাকতেন।তাহলে পদকের তালিকায় তিনি থাকতে পারবেন না কেনো ।তিনি দাবি করেছেন মঙ্গলবার খেলায় বিজয় পেয়েছেন রুপো ,তার জন্য পাওয়া উচিত।

                     

Olympic athletic medals : অলিম্পিকের নিয়ম মেনে যদি তিনি ওজনের জন্য বরখাস্ত হতে পারেন তাহলে তার, নিয়ম মেনে যতোটা ভারতীয় কুস্তিগিরের অর্জন তার পুরষ্কার পাওয়া উচিত মন্তব্য ভিনেশের।

অলিম্পিকের ফাইনালে ভিনেশ ফোগোট বিতর্ক ( Vinesh Phogat In Olympic final ) বৃহস্পতিবার এই আদালত বিনেশের পদক পাওয়া নিয়ে সিধান্ত নেবে।

যদি এই বিচারে ভুল নির্দেশিত হয় ওই ক্রীড়াবিদকে ক্ষতিপূরণও দেওয়ার নিয়ম আছে।সেক্ষেত্রে Vinesh Phogat ক্ষতিপূরণও পাওয়ার সম্ভাবনা আছে।

মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে তিনি সুযোগ পায়নি ওজনের জন্য ।তার ওজন ১০০ গ্রাম  বেশি হওয়ায় মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে বাদ পড়েন , ভিনেশ 

এই বার দেখতে পাওয়া যাবে এই বিষয়ে কি সিধান্ত নেয় আন্তর্জাতিক ক্রীড়া আদালত। Vinesh Phogat তার পদক পাওয়া নিয়ে সিধান্ত হবে বৃহস্পতিবার,ভারতের আরেকটি পদক পাওয়ার সম্ভাবনা থাকছে।

READ  Rohit Sharma: ভারতীয় দলে, রোহিত কে চান না সৌগত রায় তৃণমূল সাংসদ

By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis