BackgroundEraser 20240810 130035555

 Mumbai Hijab Ban : এই বার হিজাব নিয়ে প্রশ্নের সঙ্গে তিলক-টিপ ব্যাবহারের বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। 

                               

Mumbai Hijab Ban :  এই বার হিজাব নিয়ে প্রশ্নের সঙ্গে তিলক-টিপ ব্যাবহারের বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের।

                   

Mumbai Hijab Ban :  এই বার হিজাব নিয়ে প্রশ্নের সঙ্গে তিলক-টিপ ব্যাবহারের বৈধতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। 

মুম্বইয়ের একটি বেসরকারি কলেজের তরফে সম্প্রতি সার্কুলার জারি করে  তাদের মুসলিম ছাত্র ছাত্রীদের জানিয়ে দেওয়া হয় হিজাব, বোরখা, নকাব এবং টুপি সেই কলেজে নিষিদ্ধ ,এই ধর্মীয় বিষয় শিক্ষাক্ষেত্রে উপস্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

                       

সেই নিয়ে মামলা গড়ায় সুপ্রিমকোর্টে,পাল্টা ওই নিয়ম নিয়ে প্রশ্ন করে বিচারপতি,পোশাক নিয়ে স্বাধীনতা বিষয়ে জানিয়ে বলেন তাহলে  তিলক-টিপ ব্যাবহারের যৌতিকতা যদি থাকে ,এই ক্ষেত্রে অসুবিধা কিসে ,সার্কুলারে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিমকোর্ট।

আরো পড়ুন : Anupam Roy 3rd Marriage :বিয়ে করছেন অনুপম রায় পাত্রী সম্বন্ধে জেনে নিন

ভূমিকম্পের কবলে দিল্লি(Delhi Earthquake) অনুভুত শক্তিশালী কম্পন 

Howrah Station Overhead wear Broken : ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ট্রেন চলাচল বন্ধ হাওড়া স্টেশনে

এই বিষয়ে সুপ্রিমকোর্ট জানায় শিক্ষা প্রতিষ্ঠানগুলি জোর করে পড়ুয়াদের উপর পছন্দ-অপছন্দ নির্দেশিত করে দেওয়া যায় না।তাদের পোশাকের স্বাধীনতা থাকবে।মহিলাদের পোশাক পরিচ্ছদ কলেজে কী পরে যাবেন,মেয়েদের স্বাধীনতা থাকা দরকার।

আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস  এতদিন পরে আপনাদের ঘুম ভাঙা দুর্ভাগ্যজনক।


বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হিজাব নিয়ে বিতর্কে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মুসলিম মহিলারা ,আদালত এই অন্তর্বর্তী স্থগিতাদেশের অপব্যবহার চলবে না উভয় পক্ষ কে নির্দেশ দিয়েছে।

                       

ওই মহিলা আইনজীবী কলিন গঞ্জালেস জানিয়েছেন প্রায় চারশো ছাত্র ছাত্রী রোজ কলেজ যান।এই নির্দেশে কলেজ জানিয়েছে তাদের অসুবিধা হচ্ছে।

এই বম্বে হাইকোর্ট জানিয়েছিলো মৌলিক অধিকার লঙ্ঘন হয়নি ।শিক্ষা প্রতিষঠানে পোশাকের নির্দিষ্ট নিয়ম আছে।হাইকোর্টের সেই নির্দেশে র বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ ছাত্রীরা ,আদালতের পর্যবেক্ষণে অন্তর্বর্তী স্থগিতাদেশের পরে , সমাধান কি হয় সেটাই দেখার বিষয়


By Argha Bhattacharyya

I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *