12Newsworld

Stay updated with India's politics, Bengal's latest news, government programs, education jobs, and lifestyle insights

Uttarpradesh Rape Incident : অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের ছয় বছরের শিশু কে ধর্ষণ ; ছাগলকেও ছাড়লো না সরকারি কর্মকর্তা

SAVE 20240814 100610

 Uttarpradesh Rape Incident :আবার ধর্ষনের ঘটনা ,কোলকাতা য় আরজিকর ঘটনা নিয়ে রাজ্য দেশ উত্তাল এর মধ্যেই সরকারি কর্মকর্তার, বিরুদ্ধে উঠলো শিশুকন্যাকে ধর্ষণ ছাগলের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ 

                             

Uttarpradesh Rape Incident : অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপনের  ছয় বছরের শিশু কে ধর্ষণ ; ছাগলকেও ছাড়লো না সরকারি কর্মকর্তা

কোলকাতা য় আরজিকর ঘটনা নিয়ে  যখন পুলিশি তদন্তের ভরসা নেই ,সিবিআই তদন্তের নির্দেশ কোলকাতা হাইকোর্টের । সেখানে বিচারে র দ্বারা বন্ধ হচ্ছে না ধর্ষণ।

যে ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সেই ঘটনার গোড়ায় যে সমস্যা তার সমাধান প্রয়োজন । বর্তমানে ইন্টারনেট বাড়ির মহিলাদের যে ভিডিও প্রদর্শিত হচ্ছে সেটি পর্যায় এমনি যে বাড়ির লোকের সঙ্গে বসে ফোনে ভিডিও দেখা যায় না।

আরো পড়ুন : Cheap medication : সাধারণ মানুষের সস্তি কমছে ওষুধের দাম দেখুন বিস্তারিত

বিভিন্ন ওটিটি  তে অবাধ যৌনতা সহজেই হাতের কাছে পেয়ে যাচ্ছে যুব সমাজ। চাহিদার জন্য প্রয়োজনীয় মেহনত বুঝতে শেখা সেটা না হওয়ায় এই রকম ঘটনা মনে করছে মনোবিদ রা। সমাজে মেলা মেশা পর্যন্ত হয় না , ভাবের বিনিময় না হওয়া আরেকটা বিষয়।

সেই ঘটনা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন রাজ্যে আহমেদগড় থানা এলাকার এই ঘটনা অবাক করবে আপনাকে ,একটি শিশু যার বয়স ছয় বছর তাকেও ছাড়ছে না দুর্বৃত্ত ।লালসার শিকার সে ,সেই লালসা পশু র মাধ্যমে সম্পন্ন করছে এক সরকারি কর্মকর্তা ।

এই ঘটনা উত্তর প্রদেশে বুন্দেলশহরে  সোমবার আহমেদগড় থানা এলাকার গ্রামে ওই ব্যাক্তি ওই শিশুকে প্রথমে ধর্ষণ করে ,সেই জায়গায় বাঁধা ছিলো একটি ছাগল যৌন মিলন চলে সেই পশুটির সাথে ,সম্পুর্ন ভিডিও রেকর্ড করেছে এক নাবালক।

উত্তর প্রদেশে বুন্দেলশহরে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার হয়েছে। তা কে বরখাস্ত করেছে চাকরি থেকে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনার উত্তর প্রদেশে র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্যাতিতার পরিবারকে নয় লক্ষ টাকা  আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে

See also  Jet Airways Liquidation : সম্পত্তি নিলামে বন্ধ উড়ান জেট এয়ার ওয়েজের সুপ্রিম নির্দেশ।

Disclaimer : Sensitive Topic. This is a difficult topic to discuss including discussion of rape and other violent matters. Reader discretion is advised.It is present only for news report purpose,our intention is not to spread or support this type of  Criminal incident