Bolpur : গৃহবধূর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোলপুরে ধর্ষণের অভিযোগ

Spread the love

 Bolpur : গৃহবধূ কে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বোলপুরে ধর্ষণের অভিযোগ।অভিযোগ স্থানীয় যুবকের বিরুদ্ধে

                               

Bolpur : গৃহবধূর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোলপুরে ধর্ষণের অভিযোগ

                                 
Birbhum : বীরভূম জেলায় স্থানীয় যুবক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। রাস্তা দিয়ে  যাচ্ছিলেন গৃহবধূ এর পূর্বে তাকে উত্যক্ত করেছে ওই যুবক।স্বামী সন্তান নিয়ে ওই মহিলা ,ভয়ে থাকতেন।

                 

গ্রামের একটি টিউবওয়েলে জল নিতে যাচ্ছিলেন ওই গৃহবধূ ,রাস্তায় লোক তেমন ছিলো না সেই, মুহূর্তে তাকে তুলে নিয়ে গোয়াল ঘরে নিয়ে আসে যুবক ।হাত-পা বেঁধে ধর্ষণ করে যুবক ,সেখানেই রেখে চলে যায় গৃহবধূকে।
বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। পুলিশের বিরুদ্ধে ঢিলেমি দেওয়ার অভিযোগ করেছে মহিলার পরিবার। এই ঘটনায় অপমানিত হয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ।বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
                         
মহিলার স্বামী জানিয়েছেন তিনি চেন্নাইতে কাজ করে এখানে সন্তান ও স্ত্রী থাকে।ওই যুবক  প্রায় শারীরিক ভাবে মেলামেশার প্রস্তাব দিতেন , স্ত্রী রাজি না হওয়ায় হুমকি দেওয়া হয়। আমায় জানিয়েছিলো স্ত্রী,আজ মাথায় রিভলবার ঠেকিয়ে ধর্ষণ করে ওই যুবক।যোনিতে রিভলভার নল ঢোকানোর বিষয়ে তার স্ত্রী জানিয়েছেন।

রাজ্যের বর্তমান পরিস্থিতি অস্থির ধর্ষণ নিয়ে আরজিকর ঘটনা ,বিক্ষোভ দেখাচ্ছে সমাজের বিশিষ্ট ব্যাক্তি ,সাধারণ মানুষ । তার,  মধ্যে এই ঘটনা রাজ্যের মহিলা সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে ।সাধারণ মানুষ এই আইনি ব্যাবস্থা পাল্টাতে  চাইছে।
                       
                       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *