এই রকম মহাজাগতিক দৃশ্য (Sun Dog Rainbow) আপনাকে অবাক করবে ।আকাশে সাতটি সূর্যের(Seven Sun) দেখা ভাবতে পারছেন। এটি astronomy & astrophysics এর জগতে চর্চার বিষয় তৈরি হয়েছে।
এই সূর্যের দেখা মিলেছে চিনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরে ,বর্ণালী ছড়িয়ে Sun Dog Rainbow দেখা যাওয়ার পরে মানুষের উৎসাহ দেখা যায়।
আকাশে সাত সূর্যের আবির্ভাব এই নিয়ে পোস্ট হতে থাকে সোশ্যাল মিডিয়ায়, চীন থেকে বিভিন্ন দেশের সোশ্যাল মিডিয়া তে জনগন এটি শেয়ার করেছেন।
এই ঘটনা তে বৈজ্ঞানিক বিষয় আছে আমাদের সৌরজগতের (our solar system) পৃথিবীর বায়ুমণ্ডলে থাকে বরফের আস্তরণ ,জলকণা জমে বিন্দু আকারে দেখা যায় । সেই জলকণা যখন স্ফটিকের মাধ্যমে সূর্যালোকের প্রতিসরণ ঘটলে দৃষ্টিভ্রম হয়। তখন ই এই রকম Sun Dog দেখা যায়।
♦7 suns!
✍Atmospheric optical phenomenon in #china 🇨🇳
Seven “suns” appeared over #Chengdu, southwest of #Sichuan, yesterday Monday. This amazing phenomenon is the result of the refraction and dispersion of light.
Via 🎥 @shanghaidaily@chematierra pic.twitter.com/EQHNzpK8GP— AMIN. (@aminalsultan) August 20, 2024
এই রকম অবস্থান তৈরি হওয়ার জন্য বায়ুমণ্ডলে মেঘের স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে বরফ মেঘের সঞ্চার হয়।সেই মুহূর্তে ওই মেঘ হালকা থাকে জলবিন্দু তার মধ্যে জমে থাকে।সূর্যালোকের প্রতিসরণ মাটি থেকে পঞ্চাশ কিলোমিটার উচ্চতায়, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের মেঘের মধ্যে স্ফটিকের মাধ্যমে সূর্যালোক পৌঁছালে এই রকম প্রতিবিম্ব তৈরি হয় তার ফলেই দেখা যায় Sun Dog Rainbow
এই রকম জিনিষ দেখতে হলে পাহাড়ি এলাকায় ঠান্ডা যেখানে বরফ জমে থাকে সেখানে মাঝে মধ্যে দেখা যায়