Sanjoy Roy reportedly broke down: আমি কোনও অপরাধ করিনি। পলিগ্রাফ টেস্টের আগে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিতে গিয়ে ভেঙে পড়লেন সঞ্জয়
আরজি করে মহিলা চিকিৎসক খুনে মূল অভিযুক্ত সঞ্জয় রায় সহ সাতজনকে পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের নির্দেশ , যে চার চিকিৎসক নির্যাতিতার সঙ্গে বসে,রাতে ডিনার খেয়েছিলেন তাদের পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই ,এই টেস্টের জন্য দিল্লির বিখ্যাত সিবিআই অফিসারের দল কোলকাতায় এসেছেন।
এই টেস্টের আগে ম্যাজিস্ট্রেটের কাছে মূল অভিযুক্ত বলে দিনেল কিছু তথ্য, তার কনসেন্ট নেওয়ার সময় সে বলে আমি দোষী নয় পলিগ্রাফ টেস্ট তাতে ধরা পড়বে।চক্রান্তের স্বীকার বলে জানায় ম্যাজিস্ট্রেটের কাছে।
আরো পড়ুন : Bolpur : গৃহবধূর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বোলপুরে ধর্ষণের অভিযোগ
আরজি কর ঘটনা নিয়ে রাজ্যের চাপ বাড়ছে শাসকের বিরুদ্ধে জেলায় প্রতিটি জায়গায় বিক্ষোভ হচ্ছে।এই ঘটনায় প্রথম অভিযুক্ত কোলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সে ওইদিন সেমিনার রুমের বাইরে ছিলো।সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখে গেছে ,সেখানে তাকেই মুখ্য অপরাধী হিসেবে তদন্ত এগোচ্ছিল।
সেই ঘটনায় নতুন চমক অভিযুক্ত সঞ্জয় রায়ের বয়ানে পরিবর্তন, তিনি ফেঁসে গেছেন এই বক্তব্য দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে।তিনি ওইদিন আরজি কর উপস্থিত থাকলেও ঘটনায় তিনি জড়িত নয়।
এখন প্রশ্ন উঠছে এই ঘটনায় সুপ্রিমকোর্টে ইতিমধ্যেই প্রমাণ লোপাটের বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে বিচারক,এখন সঞ্জয় কি সেই সুবিধা নিতে চাইছে।যেহেতু প্রমাণ লোপাটের ঘটনা সত্যি হলে প্রমাণ না পেলে নিজেকে ঘটনায় থেকে বের করে নেবার পরিকল্পনা।
এই তথ্য সত্যি হলে পলিগ্রাফ টেস্টের আগে তার বয়ান নতুন দিকে তদন্তের অভিমুখ নিয়ে যাবে।এই ঘটনার ভিতরে রাঘব বোয়ালদের ধরতে পারবে ,সিবিআই তাদের পরিচয় পাওয়ার জন্য এখনও সন্দীপ ঘোষ ওই চিকিৎসকদের বয়ান থেকে জানতে পারা যাবে,এই ঘটনায় বিষয়।