R.G. Kar Collage : কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা বিক্ষোভ শেষে রাত জাগার সিধান্ত স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, বিরসা দাশগুপ্তদের

Spread the love

 কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা বিক্ষোভ; উত্তর চাই সেই দাবিতে রাত্রে পথেই সাধারণের মাঝে সেলেবরা ; স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে বিরসা বিক্ষোভ প্রদর্শন।

                                      

R.G. Kar Collage : কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা বিক্ষোভ শেষে রাত জাগার সিধান্ত স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী,  বিরসা দাশগুপ্তদের

                             

সমাবেশে ধর্মতলায় গানের সুর-নাচের তালে বিক্ষোভ প্রদর্শন চলছিলো।সেই মুহূর্তে সিধান্ত রাত জাগার ,দিন ,চলে যাচ্ছে ,উনিশ দিন  বিচার চাইছে পশ্চিমবঙ্গ। ‘আমার তিলোত্তমা’ ’ মঞ্চ মিছিলে পা মেলালেন অপর্ণা সেন।অপেক্ষা পাঁচ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ। পরবর্তী বৃহৎ বিক্ষোভের পরিকল্পনা।

                     

এই বিক্ষোভে ধর্মতলায় অরিজিৎ সিংহের গাওয়া গানে এক সঙ্গে ,বিক্ষোভ প্রদর্শন চলে।উল্লেখ্যযোগ্য বিষয় রাজ্য সরকারের প্রথম সারির আমলা কে মেইল করে তাদের পাঁচ টি দাবি জানিয়েছেন।উপযুক্ত জবাব না পেলে পরের ,দিন ভোর বিক্ষোভ চলবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও সেপ্টেম্বর দুই তারিখে লালবাজার অভিযান , চৌঠা সেপ্টেম্বর ঘরের আলো নিভিয়ে রাত নটায় মোমবাতি হাতে রাতে নামার আহ্বান জানানো হয় ‘আমরা তিলোত্তমা’ মঞ্চ থেকে।

                   

এদিন বিক্ষোভে বিরসা দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত,অপর্ণা সেন। ধর্মতলার সমাবেশে বিক্ষোভে সামিল মহিলার নিগৃহীত হওয়া,রাজ্যের মহিলা নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা,রাজ্য সরকারকে নিরাপত্তা ও বিচারের দাবিতে তাদের এই মেইল ।এই বিক্ষোভ প্রদর্শন ,চলবে ,তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *