Sandip Ghosh Arrested : আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতার করেছে সিবিআই
আর জি করের প্রাক্তন অধ্যক্ষ প্রায় পনেরোদিন জেরা সিবিআই এর নিয়ম’ মাফিক সোমবারও আসেন সন্দীপ।এদিন তাকে বিভিন্ন প্রশ্ন করে সিবিআই ।সন্ধ্যা নাগাদই অবস্থার পরিবর্তনের ইঙ্গিত। সন্দীপ ঘোষকে ঘাড়ে ধরে নিয়ে যায় সিবিআই ; সিবিআই এর দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh Arrested)
এদিন তিনি বুঝতে পেরেছিলেন সূত্রের খবর তাই তিনি সিজিও কমপ্লেক্সে আসতে চান নি। হাসপাতালের আর্থিক দুর্নীতি তদন্ত করছে সিবিআই।আখতার আলী ,IMA সন্দীপের নামে একাধিক অভিযোগ ছিলো। এদিন সিবিসিয়ের দুর্নীতি দমন শাখা তাকে গ্রেফতার করেছে।
আরজি কর মহিলা ডক্টর নিহত ,গণধর্ষণের ঘটনায় ,নয় আগস্ট ,সন্দীপ ঘোষ ও তাদের গাং বিরুদ্ধে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তারেরা।তাদের দাবি এই ঘটনায় জড়িত তিনি, তাকে নিয়ে সিবিআই নিজাম প্যালেসে এসেছে।তাকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে সূত্র দ্বারা খবর পাওয়া যাচ্ছে।
I am experienced three years in politics ,bengal culture,besides my experience & Our report is published after accurate data analysis