Jehanabad news today : বিহারের একটি প্রাইমারী স্কুলে শিক্ষক শিক্ষিকা চুম্বনের ভিডিও এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য।ক্লাস চলছিলো সেই মুহূর্তে চুম্বন ।
বিহার স্কুলের মধ্যে ভিডিও করছে শিক্ষক তাও শিক্ষিকাকে চুম্বনের বিহারের জেহেনাবাদের ঘণ্টা প্রাইমারী স্কুলের ঘটনা। শিক্ষক মিথিলেশ কুমারের এই ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে,সেই জন্য ,আক্ষেপ নেই ওই শিক্ষকের ।
এই ঘটনায় যেটি জানা যাচ্ছে নিজেই ঔই ভিডিও মোবাইলে সুট করে ওই শিক্ষক ,ক্লাসের মধ্যে তিনি ও শিক্ষিকা চুম্বনে ভরিয়ে দিচ্ছে। jehanabad-news-today-male-teacher-kiss-female-in-bihar-primary-school-video-post-in-social-media
এই ঘটনার পরেই জেলা শিক্ষা অফিসার রশ্মি রেখা অভিযুক্ত ওই শিক্ষককে সো কোজ করেছেন।ওই শিক্ষক উত্তরে জানিয়েছেন ঘটনাটি স্কুলের নয় এটি একটি বাড়ির রুমের মধ্যে। তবে চুম্বনের বিষয় তিনি অস্বীকার করেন নি।
বিহারের জেহেনাবাদের (Jehanabad news today) ওই শিক্ষক জানিয়েছেন সেই মহিলা তার স্ত্রী নিজের স্ত্রী তাকে চুম্বনের দৃশ্য তিনি মোবাইলে নিজেই সুট করেছেন।
বিহারের জেহেনাবাদের (jehanabad news today )ওই প্রাইমারী স্কুলের শিক্ষক জানিয়েছেন তার সন্তানদের কাছে ছিলো মোবাইল,সেখান থেকে তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় গ্রুপে পোস্ট করে দেয়।সেখানে এই ঘটনা কে স্কুলের বলে ভুল খবর প্রচার হচ্ছে।সেই নিয়ে তিনি জানিয়েছেন।